ওটিটিতে নতুন ধামাকা, রহস্যে মোড়ানো নতুন ওয়েব সিরিজ!

ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা একের পর এক নতুন সিরিজ নিয়ে আসছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে আলোচিত ওয়েব সিরিজ “লায়লা ও লায়লা”, যা রহস্য ও রোমাঞ্চে ভরপুর।

ওয়েব সিরিজ

সিরিজের গল্প:
গল্পটি শহরের সবচেয়ে বড় মহিলা গ্যাংস্টার লায়লাকে ঘিরে আবর্তিত হয়েছে। পুলিশ অফিসার কাজল লায়লাকে ধরার দায়িত্ব পায়। লায়লার সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে সে মিশন এগিয়ে নিয়ে যায়, কিন্তু এরপরই ঘটতে থাকে চমকপ্রদ ঘটনা! রহস্যের জট খুলতে হলে আপনাকে দেখতে হবে “লায়লা ও লায়লা” সিরিজটি।

অভিনয়ে:
এই সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মুসকান আগারওয়াল, যার অভিনয় দক্ষতা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। তার সঙ্গে আছেন রুকস খানদাগালে, যিনি নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

Samsung Galaxy S24 Ultra 5G: বিশাল ছাড়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোন!

স্ট্রিমিং প্ল্যাটফর্ম:
গত ১৭ জুন সিরিজটি মুক্তি পেয়েছে ডিজিমুভিপ্লেক্স অ্যাপে। যারা রহস্য, রোমাঞ্চ এবং ড্রামা পছন্দ করেন, তারা এই সিরিজটি অবশ্যই দেখার তালিকায় রাখতে পারেন।