বিনোদন ডেস্ক : বন্ধুত্বের মধ্যে কত মান অভিমানের গল্প! টলিপাড়ার দুই বন্ধু যিশু আর সৃজিতের এই মান অভিমান নিয়ে আলোচনা কম হয়নি। অভিনেতা আর পরিচালকের সম্পর্কে হয়েছে উত্থান-পতন। এ নিয়ে জল্পনারও শেষ ছিল না। সবকিছু ছাপিয়ে আবারও কাঁধে কাঁধ মিলিয়েছেন যিশু সেনগুপ্ত এবং সৃজিত মুখোপাধ্যায়।
দুই বছর আগের টানাপোড়েন যে ভুলে গেছেন দুজন, তারই প্রমাণ মিলল সৃজিতের নতুন পোস্টে।
সম্প্রতি বেশ কিছু সাক্ষাৎকারে পরিচালককে যিশুর সঙ্গে তার সম্পর্ক ঘিরে নানা প্রশ্ন করা হয়েছিল। তখন সহজভাবেই পরিচালক উত্তর দেন যে, তাদের মধ্যে এখন সব স্বাভাবিক। এর আগে অবশ্য বৈশাখেই সেই সুখবর শুনিয়েছিলেন সৃজিত। ‘দশম অবতার’ নামে একটি কপ ইউনিভার্স তৈরি করছেন তিনি। সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যিশুকে।
অন্যদিকে ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই কলকাতায় বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটান যিশু। সংগীতের প্রতি তার আলাদা টান রয়েছে। নিজের একটি ব্যান্ডও তৈরি করেছেন। এমনই এক আড্ডায় দেখা গেছে যিশু আর সৃজিতের যুগলবন্দী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।