বিনোদন ডেস্ক : ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব থেকে অস্বাভাবিক আয় অসম্ভব কিছু নয়। এমনকি অনেক বেশি আয়কে এখন আর অস্বাভাবিকও বলা হয় না। কিন্তু এই অস্বাভাবিক আয়ই এবার কাল হয়ে দাঁড়াল জনপ্রিয় ৯ ইউটিউবারের। এই তালিকার মধ্যে রয়েছেন একজন অভিনেতাও।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, কেরালায় এর্নাকুলামের আয়কর বিভাগের এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে ত্রিশুর, এর্নাকুলাম, আলাপুঝা, কোট্টায়ম, পাথানমথিট্টা এবং কাসারাগোড জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে।
গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি)-এর নিয়ম অনুযায়ী যেসব ইউটিউবার এবং ব্লগারদের বার্ষিক আয় ২০ লাখ টাকার বেশি তারা বাধ্যতামূলক জিএসটি আইনের অধীনে পড়েন। তাদের আয়ের ওপর ভিত্তি করে জিএসটি আইনের আওতায় ১৮ শতাংশ চার্জ করা হবে। এর মধ্যে ৯ শতাংশ কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর এবং বাকি ৯ শতাংশ রাজ্য পণ্য ও পরিষেবা কর।
যেসব ইউটিউবাররা আয়কর দপ্তরের নজরে এসেছেন তাদের বার্ষিক আয় এক থেকে দুই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রচারমূলক সামগ্রী এবং অন্যান্য অপ্রকাশিত বিনিয়োগের মাধ্যমে এই অর্থ আয় করে থাকেন তারা।
তথ্যপ্রযুক্তি বিভাগ ইউটিউবারদের স্টেটমেন্ট রেকর্ড করেছে এবং তাদের ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য আর্থিক কাগজপত্র পরীক্ষার পর তল্লাশি চালানো চালিয়েছে। এর মধ্যে কিছু ইউটিউবার আয়কর কর্মকর্তাদের জানিয়েছেন, তাদের নির্দিষ্ট মাসিক কোনো আয় নেই। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আয় করেন। সেই আয় দর্শকের ওপর ভিত্তি করে পরিবর্তন হয়ে থাকে।
এদিকে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা পার্লে মানির বাড়িতে তল্লাশি চালায় আয়কর অধিদপ্তর। পার্লে মানির সঞ্চালক হিসেবেও কাজ করেন। মালয়ালমে বিগ বসের প্রথম সিজনে রানার-আপ হয়েছিলেন তিনি। পাশাপাশি রিয়েলিটি শো ও অন্যান্য টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এছাড়া এই অভিনেতা মালয়ালম সিনেমা নীলকাশম পাচাকডাল চুভান্না ভূমি (২০১৩), ডাবল ব্যারেল (২০১৫), প্রেথম (২০১৬) এবং বলিউডের ‘লুডো’ (২০২০)-তেও অভিনয় করেছেন। একই সঙ্গে প্রায় ২৬ লাখ অনুসারীর একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।