অভিনেতাকে অন্তর্বাস কিনে দিতে চাইলেন শ্রীলেখা

শ্রীলেখা

বিনোদন ডেস্ক : টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’— স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন। সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শ্রীলেখা। সমসাময়িক নানা ইস্যু নিয়ে এ মাধ্যমে কথা বলে থাকেন তিনি। এবার কলকাতার অভিনেতা, বাচিক-শিল্পী, জেন্ডার-রাইটস অ্যাক্টিভিস্ট সুজয় প্রসাদ চ্যাটার্জিকে নিয়ে মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন তিনি।

শ্রীলেখা

কয়েক দিন আগে সুজয় তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, তার গায়ে অফ হোয়াইট শার্ট, পরনে ধোতি প্যান্ট। বেশ স্পষ্ট তার স্তনবৃন্ত। আর এ ছবিকে কেন্দ্র করে শুরু হয় নানারকম মন্তব্য। এ ছবির কমেন্ট বক্সে শ্রীলেখা লিখেন— ‘চল ব্রা শপিং করাই তোকে।’ এ মন্তব্য সুজয়ের দৃষ্টি এড়ায়নি। জবাবে এই অভিনেতা লিখেন, ‘মোটেও না…। বেশ কেমন ফুলের মতো ফুটে উঠেছে।’

শ্রীলেখা ও সুজয় প্রসাদের এই কথোপকথন নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা। বেশিরভাগ নেটিজেনই তাদের দিকে আঙ্গুল তুলেছেন। শিপ্রা মুখার্জি নামে একজন লিখেছেন, ‘ছি! ছি! ছি! এই ধরনের মানসিকতা ও মন্তব্য অত্যন্ত খারাপ। বিশেষ করে এই এখানে! প্রকৃতি তাকে যেমন তৈরি করেছে তিনি তেমনি। দৃষ্টিকটু লাগলে দেখবেন না। কিন্তু কাউকে প্রকৃতিগত কারণে কুমন্তব্য না করাটাই সুশিক্ষা।’

সম্পর্ক ভাঙার সময় এসে গিয়েছে কখন বুঝবেন

এক নেটিজেন শ্রীলেখার কমেন্টে খানিকটা হতাশ হয়েছেন। তিনি লিখেন, ‘দিদি আমি তোমার সব কথা, কাজ খুব সমর্থন করি। কোনোদিন রিপ্লাই করা হয়ে ওঠেনি। কিন্তু এই কথাটায় সমর্থন করতে পারলাম না।’ যদিও তাকে পালটা জবাব দিয়েছেন খোদ সুজয় প্রসাদ। শ্রীলেখা মিত্র স্রেফ রসিকতা করেছেন বলেই তার দাবি।