অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি

টালিউড অভিনেত্রী তৃণা সাহা

বিনোদন ডেস্ক : কলকাতার টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী তৃণা সাহা। সম্প্রতিই ‘বালিঝড়’ নামে নতুন একটি ধারাবাহিকের শুটিং করেছেন। আর এরইমধ্যে জানালেন তার অশ্লিল ছবি ভাইরাল করে দেয়ার হুমকি দেওয়া হচ্ছে।

টালিউড অভিনেত্রী তৃণা সাহা

গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, সকালে অভিনেত্রী তৃণার কাছে একটি ফোন কল আসে। সেই ফোনের কলে তাকে বলা হয়, এক ব্যক্তি তৃণা সাহার নাম করে ১২ হাজার টাকা লোন নিয়েছে। জরুরি প্রয়োজনে যার কাছ থেকে লোন নেওয়া হয়েছে তাকে তৃণা সাহার ফোন নম্বর দেওয়া হয়েছে।

এখন যে ব্যক্তির কাছ থেকে লোন নেওয়া হয়েছে তিনিই ন* ছবি ভাইরাল করার হুমকি দিচ্ছেন অভিনেত্রীকে। লোকটি বলছে, ধারের টাকা পরিশোধ না করলে তার অশ্লিল ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে।

এ বিষয়ে তৃণার অভিযোগ, তার ব্যক্তিগত ফোন নম্বর কে এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, তাদের কাউকেই চেনেন না তিনি। কোনোদিন নামও শোনেনি।

তিনি বলেন, আমি কখনোই চাই না আমার অশ্লিল ছবি ছড়িয়ে পড়ুক। এ কারণে থানায় অভিযোগ করব। আপাতত ফোন নম্বর ব্লক করেছি।

নায়িকা ময়ূরী এখন গুগলের বড় কর্মকর্তা

উল্লেখ্য, অভিনয়ে ব্যস্ত থাকলেও আপাতত ব্যক্তিগত বিষয়ের জন্য আলোচনায় তৃণা। কয়েক মাস ধরে স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তার বিয়েবিচ্ছেদের গুঞ্জন। তারা বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০২১ সালে। বিয়ের দুই বছর পার না হতেই বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে তাদের।