অভিনেত্রীর কোটি টাকার আংটি চুরি

বাগদানের আংটি চুরি

বিনোদন ডেস্ক : হলিউড অভিনেত্রী লিলি কলিন্সের বাগদানের আংটি চুরি হয়েছে। গত ৬ মে পশ্চিম হলিউডের এডিশন হোটেল থেকে কোটি টাকা মূল্যের আংটিটি হারান ‘এমিলি ইন প্যারিস’খ্যাত এই অভিনেত্রী।

বাগদানের আংটি চুরি

পিপল ডটকম জানিয়েছে, গত ৬ মে বাগদানের আংটি ও অন্যান্য জিনিসপত্র স্টোরে রেখে সানসেট উপভোগ করার জন্য হোটেলে প্রবেশ করেন, ফিরে এসে আংটিসহ বেশ কিছু জিনিস পাননি লিলি।

জেসিকা ফিলিনের সিইও এবং জুয়েলারি ডিজাইনার জেসিকা ফিলিন অ্যালেন পপসুগার ডটকমকে বলেন, ‘তিন ক্যারাটের একটি রোজ কাট হিরা দিয়ে তৈরি করা হয়েছে এই আংটি। আনুমানিক এই আংটির মূল্য ১ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৩৪ লাখ টাকার বেশি।’

পেপাল নিয়ে বড় সুখবর দিলো প্রতিমন্ত্রী

২০১৯ সালে হলিউড পরিচালক চার্লি ম্যাকডাওয়েলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান লিলি। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর চুরি হওয়া এই আংটি পরিয়ে বাগদান সারেন। ২০২১ সালে বিয়ে করেন লিলি-চার্লি।