বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বিনোদন জগতকে। তার এই অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বহু তারকা। এবার নিজের আবেগ আর আতঙ্কের কথা জানিয়ে ইনস্টাগ্রামে ভিডিওবার্তা দিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী।
ভিডিওতে চোখের জল ধরে রাখতে পারেননি মধুবনী। তিনি বলেন, আমি খুব ভয় পেয়ে গেছি। শেফালীজি খুব অল্প বয়সে চলে গেলেন। শুনলাম, অনেকক্ষণ খালি পেটে ছিলেন, তাতেই হয়তো ওষুধটা রিঅ্যাক্ট করল। তারপর যা হল… সেটা আমরা সবাই জানি। জীবনটাই যদি না থাকে, তাহলে রোগা হয়ে কী হবে!
নিজের জীবনযাপন নিয়ে একপ্রকার আত্মসমালোচনাও করেন মধুবনী। জানান, আমি নিজেও রুটি-ভাত পুরো বাদ দিয়ে দিয়েছিলাম, শুধু প্রোটিন খেতাম। কারণ ছোটবেলা থেকেই শুনেছি, রোগা হতে হলে কার্বোহাইড্রেট বাদ দাও। এখন ডাক্তাররাই বলছেন এটা খুব বড় ভুল। শরীরের প্রয়োজন অনুযায়ী সবকিছুই খাওয়া উচিত।
শুধু খাদ্যাভ্যাস নয়, শরীরচর্চার গুরুত্বও নতুনভাবে উপলব্ধি করেছেন অভিনেত্রী। তিনি বলেন, সময় পাই না, তাই এক্সারসাইজ করি না—এই অজুহাত আর নয়। এখন থেকে নিয়ম করে শরীরচর্চা করব। তবে খাবার কখনোই বন্ধ করব না। খাওয়া-দাওয়া ঠিক রাখব, যাতে শরীরও ভালো থাকে, মনও।
ভিডিওর ক্যাপশনেই মধুবনী লেখেন, একজন অভিনেত্রীর মৃত্যু… খুব ভয়ে আছি…
এই ভয় থেকেই উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ বার্তা, অতিরিক্ত রোগা হবার চাপে শরীরের উপর অত্যাচার নয়, বরং সঠিক নিয়মে ও ভারসাম্যে বাঁচাই হোক মূলমন্ত্র।
উল্লেখ্য, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালার। তিনি মূলত ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর জন্য পরিচিত হয়ে উঠেছিলেন। মৃত্যুর আসল কারণ জানতে এখনো ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা, হার্টফেল করেই মৃত্যু হয়েছে তার। জানা গেছে, তিনি গ্লুটাথিয়ন ইনজেকশন নিতেন, যা শরীরে ডিটক্স ও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহৃত হয়। মৃত্যুর আগে অনেকক্ষণ খালি পেটে ছিলেন বলেও খবর।
রোমান্স ও নাটকীয়তায় ভরপুর নতুন ওয়েব সিরিজ, দেখার জন্য প্রস্তুত?
এই ঘটনা নতুন করে সামনে এনে দিল প্রশ্ন সৌন্দর্য ও ছিপছিপে থাকার চাপে আমরা কি নিজের জীবনকেই অবহেলা করছি? মধুবনীর ভিডিও সেই প্রশ্নেরই উত্তর খোঁজার প্ররোচনা দিল দর্শকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।