বিনোদন ডেস্ক : বলিউডের পর্দায় খলনায়ক হয়ে একসময় দাপিয়ে রাজত্ব করেছেন অভিনেতা রঞ্জিত। কিন্তু তার প্রথম ছবি ‘শর্মিলি’ মুক্তির পর অভিনেতাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল! এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ, যা ফাঁস করেছেন অভিনেতা নিজেই।
এক শো-এর এক বিশেষ পর্বে গুলশান গ্রোভার এবং বিন্দুর সঙ্গে হাজির হয়েছিলেন রঞ্জিত। সেখানেই ফাঁস করলেন তার জীবনের এক অজানা অধ্যায়।
অভিনেতা বলেছিলেন, ‘শর্মিলী ছবিটা মুক্তি পেতেই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কারণ, রাখির চুল টেনেছি, পোশাক ছিঁড়তে গিয়েছিলাম। আর এগুলো দেখে মা-বাবা খুব কষ্ট পেয়েছিলেন।’
রঞ্জিত আরও বলেন, ‘আমাকে বলা হয়েছিল, খলনায়কের অভিনয় কি কোনো কাজ? মেজর, অফিসার, এয়ার ফোর্সের আধিকারিক কিংবা ডাক্তার—এসব চরিত্রে অভিনয় কর। বাবার মুখ তো পুড়িয়ে দিয়েছো, এখন অমৃতসরে কোন মুখে ফিরবে?’
পাঁচ দশকের অভিনয়জীবনে প্রায় সব ছবিতেই খলচরিত্রে দেখা গেছে তাকে। তবে একমাত্র ব্যতিক্রম, ‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’ নামের একটি টেলিভিশন শো, যেখানে একদম ইতিবাচক চরিত্রে দর্শকের সামনে ধরা দিয়েছিলেন রঞ্জিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।