‘হাম আংরেজো কে জামানেকা জেলার হ্যায়’- ‘শোলে’ সিনেমায় এই একটি সংলাপেই অমর হয়ে আছেন গোবর্ধন আসরানি। প্রজন্মের পর প্রজন্মকে হাসিয়েছেন তার অনবদ্য কৌতুক দিয়ে। ভারতীয় চলচ্চিত্রের এই অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সোমবার বিকেলে মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনেতা দীর্ঘদিন ধরে নানা ধরনের বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বলে জানা গেছে। অভিনেতার ভাগ্নে অশোক আসরানি তার মৃত্যুর খবরটি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন গোবর্ধন। ৩৫০টিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে সত্তর দশক ছিল তার কর্মজীবনের স্বর্ণযুগ। এই সময়েই তিনি হিন্দি চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘মেরে আপনে’, ‘কোশিশ‘, ‘বাওয়ারচি’, ‘পরিচয়’, ‘অভিমান’, ‘চুপকে-চুপকে’, ‘ছোট সি বাত’, এবং ‘রাফু চক্কর’। তবে তার অভিনীত সবচেয়ে হিট চরিত্রটি ছিল ব্লকবাস্টার ছবি ‘শোলে’র জেলার। এই চরিত্রের সংলাপের নিখুঁত পরিবেশনা তাকে দর্শক এবং সমালোচক উভয়ের কাছেই বিপুল প্রশংসা এনে দিয়েছিল।
অভিনয় ছাড়াও পরিচালনাতেও প্রতিভার ছাপ রেখে গেছেন আসরনি। ‘চালা মুরারি হিরো বান’-এর মতো একাধিক ছবিতে তিনি শুধু প্রধান চরিত্রে অভিনয় করেননি, পরিচালনাও করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।