অভিনব পদ্ধতিতে ট্রাক ভরে টমেটো তুললেন যুবক, তুমুল ভাইরাল ভিডিও

ট্রাক ভরে টমেটো

আন্তর্জাতিক ডেস্ক : ট্যুইটারে পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রায় ১০ মিলিয়ন ভিউজ ছাড়িয়েছে ভিডিওটি। অনেকেই আবার তাঁর এই স্কিলকে রজনীকান্তের সঙ্গে তুলনা করেছেন। সোশ্যাল মিডিয়ার যুগে এখন প্রায়ই নানা ধরনের ভিডিও ভাইরাল হয়। বলা চলে নজর কাড়া কোনও জিনিস মানুষের কাছে পৌঁছতে বিশেষ সময় লাগে না।

ট্রাক ভরে টমেটো

তেমনই একটি ভিডিও ট্যুইটার ও ইনস্টাগ্রামে বেশ সাড়া ফেলেছে। আপাত দৃষ্টিতে বিশেষ কিছুই নয় সেই ভিডিও। এক ভদ্রলোক ট্রাকে টমেটো ভরছেন। তাহলে কেন ভাইরাল? আসলে ভাইরাল হয়েছে তাঁর টমেটো ভরার পদ্ধতি বা কায়দা।

সম্প্রতি ইনস্টাগ্রামে সাগর নামের এক ব্যবহারকারীর হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক কৃষক ক্ষেতে দাঁড়িয়ে বালতি ভরা টমেটো উঁচু একটি ট্রাকে ভরছেন। ভিডিওটি কবেকার জানা যায়নি।

লক্ষ্য করার বিষয়, খুবই সাবলীলভাবে ওই ব্যক্তি ট্রাকে টমেটো ভরছেন থুড়ি ছুড়ে দিচ্ছেন। কিন্তু প্রত্যেকটা টমেটো গিয়ে সোজা ট্রাকেই পড়ছে। এই ব্যাপারে যে ওই ব্যক্তি খুবই পটু বেশ বোঝা যাচ্ছে।

ওই ব্যক্তি এমন এক দিকে করে বালতিটা ছুড়ছেন যে প্রত্যেকটা টমেটো ঠিক বাঁ দিকের ট্রাকে পড়ছে ও খালি বালতি ডানদিকে মাটিতে পড়ছে। তাঁর এমন দুর্দান্ত কাজে বেশ উচ্ছ্বসিত নেটিজেনরা। ভিডিওটি পোস্ট হয়েছে, ক্যাপশনে লেখা, ‘আরনল্ডের ক্ষমতা, আইনস্টাইনের মস্তিষ্ক।’

নুসরাতকে ছেড়ে এবার হাঁটুর বয়সী দিতিপ্রিয়ার সঙ্গে রোমান্সে মাতবেন যশ

ট্যুইটারে পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রায় ১০ মিলিয়ন ভিউজ ছাড়িয়েছে ভিডিওটি। সেই সঙ্গে একাধিক কমেন্ট ও লাইক তো আছেই। অনেকেই আবার তাঁর এই স্কিলকে রজনীকান্তের সঙ্গে তুলনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিপুল শেয়ার হয়েছে এই ভিডিও।