বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখার আগেই গ্ল্যামার দুনিয়ায় ব্যাপক আলোচনায় ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। বহুদিন ধরেই ভক্তদের মনে প্রশ্ন—সারা কি রুপালি পর্দায় পা রাখতে চলেছেন? অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন তিনি নিজেই।
Table of Contents
সোজাসাপটা জবাব সারার: “আমি অভিনয় করব না”
এতদিন এ বিষয়ে মুখ না খুললেও, সম্প্রতি ভারতের একটি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সারা টেন্ডুলকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অভিনয়ে তার কোনও আগ্রহ নেই।
সারার স্পষ্ট বক্তব্য—
“আমি অন্তর্মুখী মানুষ। ক্যামেরা দেখলেই ভয় পাই। যতই সিনেমার প্রস্তাব আসুক, আমি সব খারিজ করে দিই। কারণ, আমি বিশ্বাস করি, আমি এই কাজটা ন্যায়ভাবে করতে পারব না। অভিনয় আমাকে তৃপ্তি দেবে না, বরং উদ্বেগ বাড়াবে।”
ব্র্যান্ড ও ফ্যাশন দুনিয়ায় সাবলীল সারা, কিন্তু…
সারার এই বক্তব্যে অনেকেই অবাক। কারণ, তাকে বিভিন্ন নামী ব্র্যান্ডের প্রচারে, ফ্যাশন ম্যাগাজিনের কভারে আত্মবিশ্বাসের সঙ্গে পোজ দিতে দেখা গেছে বহুবার। ক্যামেরার প্রতি ভীতি তার আচরণে কখনও প্রকাশ পায়নি।
এ বিষয়ে সারা টেন্ডুলকার বলেন—
“আমি ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে কাজ করি ক্রিয়েটর হিসেবে। তবে সব ধরনের অফারে আমি সায় দিই না। শুধুমাত্র সেই কাজগুলোই গ্রহণ করি, যেগুলো আমার কাছে অর্থবহ মনে হয়।”
পড়াশোনা ও মানবসেবাতেই আগ্রহ
সারা আরও জানিয়েছেন, তার মূল আগ্রহ পড়াশোনা ও মানবসেবামূলক কাজের প্রতি। সিনেমার গ্ল্যামার ও লাইট-ক্যামেরার চেয়ে, এই ধরনের কাজ তাকে বেশি আকর্ষণ করে।
প্রেম নিয়েও চর্চা, তবে নিশ্চুপ সারা
ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল, ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সম্পর্কে রয়েছেন সারা। তবে এখন বাতাসে আরেক নাম—বলিউড অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।
যদিও এ নিয়ে কেউই মুখ খুলেননি। তবুও একাধিক বার তাদের একসঙ্গে রেস্তরাঁয় দেখা যাওয়ায়, জল্পনা থামছে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।