অভিনয়ে ফিরছেন দেশের কিংবদন্তী অভিনেত্রী শাবানা

অভিনেত্রী শাবানা

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন মার্কিন মডেল-অভিনেত্রী কোর্টনি কফি। বর্তমানে হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমাটির সম্পাদনার কাজ চলছে।

অভিনেত্রী শাবানা

এদিকে শোনা যাচ্ছে, ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরছেন দেশের কিংবদন্তী অভিনেত্রী শাবানা। তবে তাকে দেখা যাচ্ছে বিশেষ চরিত্রে। সামাজিক মাধ্যম ফেসবুকের সিনেমা বিষয়ক অনেক পেজ ও গ্রুপে এমন পোস্ট দেখা যাচ্ছে।

এক সময় সাধারণ দর্শক শাবানাকে পর্দায় দেখতে মুখিয়ে থাকতো। মনে হতো মায়া, মমতায় ভরা এই মানুষটি দর্শকের খুব আপনজন। হৃদয়ের খুব কাছে তার বসবাস। এটাই ছিলো তার অভিনয়ের ক্যারিশমা। তার অভিনয়, ব্যক্তিত্বে মোহিত হননি এমন দর্শক খুঁজে পাওয়াও মুশকিল।

এই নায়িকা সিনেমা থেকে অবসর নিয়ে অভিনয় না ফেরার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই পরিবার নিয়ে আমেরিকায় বসবাস শুরু করেন তিনি। সে হিসেবে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমার শুটিংও যেহেতু আমেরিকায় হয়েছে; তাই দুজনকে একই স্ক্রিনে দেখা গেলেও যেতে পারে।

এর আগে নির্মাতা হিমেল আশরাফ দাবি করেছিলেন ‘রাজকুমার’ বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়বে। যদি এ ছবিতে শাবানা অভিনয় করেন, তাহলে বাংলা চলচ্চিত্রে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে বলে দাবি নেটিজেনদের। যদিও এ ছবিটি দুবাইয়ের বুর্জ খলিফায় ট্রেলার প্রদর্শনের মাধ্যমেও ইতিহাস তৈরি করতে যাচ্ছে।

স্বামী-স্ত্রী একে অপরের প্রতি যে কারণে আগ্রহ হারিয়ে ফেলেন

তবে ‘রাজকুমার’ ছবিতে শাবানার অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী কিংবা সিনেমাটির সংশ্লিষ্টদের কারো পক্ষ থেকে স্পষ্ট কিছু বলা হয়নি। এ বিষয়ে জানতে হিমেল আশরাফের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সংযোগস্থাপন সম্ভব হয়নি।