অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন ইভা মেন্ডেজ

ইভা মেন্ডেজ

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ইভা মেন্ডেজ অভিনয় ছেড়ে দিচ্ছেন, এমন সংবাদে বেশ সরগরম ছিল হলিউড। বেশ কিছু প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে বিষয়টি। সংবাদটি প্রকাশের পর ইভার ভক্তরাও বেশ হতাশ হয়েছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইভা নিজেই জানালেন, তিনি আসলে অভিনয় ছাড়ছেন না।

ইভা মেন্ডেজ

শুক্রবার (৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী লিখেছেন যে তিনি হলিউড থেকে অবসর নিয়েছেন বলে যে দাবি উঠেছে, তা সত্য নয়।

তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেটিতে তাঁর অবসর সম্পর্কে প্রকাশিত বেশ কিছু সংবাদের হেডলাইন দেখা গেছে। ভিডিওটির ক্যাপশনে তিনি ব্যাখ্যা করেছেন যে নিজের পরিবারকে সময় দিতেই হলিউড থেকে দূরে আছেন তিনি। তবে অভিনয় ছাড়েননি।

তিনি বলেছেন, ‘আমি আমার বাচ্চাদের সঙ্গে বাড়িতে থাকতে চেয়েছি। তাদের সময় দিতে চেয়েছি। তাই অভিনয় থেকে দূরে আছি। আমার কন্যা এসমেরেল্ডা, যার বয়স ৮ এবং আমাদা, যার বয়স ৬- তাদের আমাকে প্রয়োজন। এ ছাড়া আমার অন্যান্য ব্যাবসায়িক উদ্যোগের কারণে অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে আমাকে। ’

এই অভিনেত্রী আরো উল্লেখ করেন যে তাকে দেওয়া সেই সময়ের সিনেমার প্রস্তাবগুলোও মানসম্মত ছিল না। তাই তিনি পরিবারকেই বেছে নিয়েছিলেন। এরপর তিনি স্পষ্ট করে দেন যে তিনি অভিনয় ছাড়ছেন না।

গত মার্চ মাসে ‘দ্য ভিউ’-এর সঙ্গে কথোপকথনে এই অভিনেত্রী বলেছিলেন, ‘আমি কী করব তার একটি সংক্ষিপ্ত তালিকা আছে। আমার বাচ্চারা আসার আগে আমি সব ধরনের স্ক্রিপ্টে কাজ করেছি। তবে এখন সহিংসতা বা যৌনতামূলক কিছুতে কাজ করব না।’

বাড়ির ছাদে পাঁচ বান্ধবীর তুমুল ড্যান্স, নেট দুনিয়ায় মূহূর্তে ভাইরাল

ইভাকে ২০১৫ সালের ফ্যান্টাসি থ্রিলার ‘লস্ট রিভার’-এ দেখা গিয়েছিল, যেটি পরিচালনা করেছেন গসলিং। এরপর ২০২১ সালে শিশুদের শো ‘ব্লুয়ে’তে একটি চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন এই অভিনেত্রী।

সূত্র : পেইজ সিক্স।