অভিনয় ছেড়ে রাতের অন্ধকারে করছেন শ্রাবন্তী

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার অভিনেত্রীদের তালিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেশ প্রথম দিকেই আছেন, তার থেকে বয়সের ছোট ছোট নায়িকাদের তিনি একেবারে এক গোল দেবেন, তার সৌন্দর্যে নিরিখে চুল, ত্বক যেকোনো ভাবেই তিনি যেন একেবারে অসাধারণ।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

তবে শুধুমাত্র সাজগোজ বা ফটোশুট করেই যে instagram এ ভিডিও দেন এমনটা কিন্তু নয়, তার অসাধারণ ত্বক আর চুলের রহস্য হলেও তার ফিটনেস সিক্রেট টিপস? মাখো মাখো ত্বকে নেটিজেনদের মধ্যে উষ্ণতা ছড়াতে একেবারে ওস্তাদ, শ্রাবন্তী। কিন্তু বয়স হলেও তার বয়স বোঝা যায় না, কিভাবে এই বয়সকে তিনি আটকে রেখেছেন? এ প্রশ্ন তার ফ্যান ফলোয়ারসের মনে কিন্তু বেশ ঘুরপাক খায়।

তার এমন সুন্দর ত্বকের রহস্য শুধুমাত্র ডায়েট অথবা প্রচুর পরিমাণে জল খাওয়া নয়, এর সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক আউট। এটা তার ইনস্টাগ্রামে একটু ঘোরাঘুরি করলেই দেখা যায় শুধুমাত্র ফটোশুট নয়, সাথে থাকে ওয়ার্ক আউট এর প্রচুর ভিডিও আপনিও চাইলে যদি শ্রাবন্তীর মতো পারেন।তাকে দেখা যাচ্ছে একেবারে স্পাইডারম্যানের মতন মাকড়সার মতন চলছেন, এটাই বোধ হয়, যোগাসনের একটা পদ্ধতি।

আর কখনো দেখা যাচ্ছে, হাতে লাঠি নিয়ে যোগাসন করছেন তিনি। আবার কখনো শ্রাবন্তীর হাতের পাতার উপর ব্যালান্স করে রাখা রয়েছে টেনিস বল। ওই বলটি একটুও না নড়িয়ে এক হাতের ফাঁক দিয়ে পুরো শরীর গলিয়ে ফেলছেন। তবে ভুলেও কিন্তু বাড়িতে একা একা এগুলো প্র্যাকটিস করতে যাবেন না, কোন রকম ট্রেনার ছাড়া এগুলো করলে শরীরের কোন অংশে লেগে যেতে পারে।

সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী ক্যাম্প ফায়ার নিয়ে মেতে আছেন গনগনানি আগুনের সাথে জুড়ে দিয়েছেন উপযুক্ত গান, আর তাকে দেখতে একেবারে সাধারণ লাগছে, সাধারণ পোশাকে তিনি আবার খুন্তিও ধরেছেন বেশ পারদর্শিতার সাথে, পাশে নিয়েছেন তার পোষা কুকুরকে, তিনি যে বেশ মজা করে রান্না করছেন আর ক্যাম্প ফায়ার উপভোগ করছেন। অনুরাগীরাও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে কি সবাই শুধু সারাক্ষণ নিন্দাই করবে, বা তার নানান রকম দুর্বলতা নিয়ে খোঁচা মারবে? না না, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফ্যান ফলোয়ার্স কিন্তু কিছু কম নেই, যারা কিন্তু তার বেশ প্রশংসা করেন।

লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন মধুমিতা

সব মিলিয়ে এক শ্রাবন্তী চট্টোপাধ্যায় একেবারে হট বোম্ব। এবছর শ্রাবন্তী অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ রিলিজ হয়েছে। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমায় উঠে এসেছে, সত্তরের দশকের নকশাল ঘটনা। এই ফিল্মে বহুদিন এক সাথে শ্রাবন্তী ও প্রসেনজিত। এছাড়া মুক্তির অপেক্ষায় ‘ডিয়ার ডি’ যাতে শ্রাবন্তীর বিপরীতে অভিনয় করছেন ক্রুশল। এছাড়াও রয়েছে ‘হাঙ্গামা ডট কম’ ফিল্মের মাধ্যমে এক বছর পর আবারও পর্দায় ফিরতে চলেছেন ওম-শ্রাবন্তী জুটি। তাহলে ব্যাক টু ব্যাক শ্রাবন্তীর কাজে শেষ নেই।