বিনোদন ডেস্ক : আমির খানের ‘লাল সিং চাড্ডা’র অপেক্ষায় রয়েছেন দর্শকরা। মিস্টার পারফেকশনিস্টের ছবি মানেই হিট, এমন একটি বদ্ধমূল ধারণাও আছে সবার মনে। কিন্তু গত ২ বছর করোনা মহামারিকালে অনেককিছুই বদলে গেছে অভিনেতার জীবনে। এমনকি অভিনয়-প্রযোজনা দুটিই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির!
সম্প্রতি গণমাধ্যমে প্রথমবারের মতো এ বিষয়টি ফাঁস করেছেন বলিউড তারকা। তবে ‘লাল সিং চাড্ডা’র প্রচারের খাতিরে পাবলিসিটি স্টান্ট নিচ্ছেন- এমন মন্তব্যের ভয়ে এতদিন নিজের সিদ্ধান্ত জনসম্মুখে প্রকাশ করেননি তিনি। এ অভিনেতা আরও জানান, তার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত শুনে কেঁদে ফেলেছিলেন সাবেক স্ত্রী কিরণ রাও!
‘লগন’ অভিনেতার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল তাঁর সন্তানরাও। তিনি জানান, তাঁর সন্তানরা বলেছিল এটা তাঁর ভুল হচ্ছে, বরং তাঁর উচিত কাজ ও পরিবারের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। আমির মজা করে এও বলেন, “আমার সন্তানরা বলেছিল গত ৩০ বছরে আমাদের যা সময় দিয়েছো, গত ৩ মাসে তার চেয়ে অনেক বেশি দিয়েছো! আর আমরাও সেটা পেতে পেতে ‘একটু ক্লান্ত হয়ে পড়েছি। আমরাও একটু স্পেস চাই।”
আমির জানান, ‘আমি তো সিনেমা ছেড়ে দিয়েছিলাম। যদিও সেটা কেউ জানে না। আমি এই প্রথম এটা নিয়ে কথা বলছি। আমি আমার পরিবারকে বলে দিয়েছিলাম এর পর থেকে আর কোনো সিনেমায় কাজ করতে চাই না। আমি এরপর থেকে শুধু তোমাদের সাথে সময় কাটাব। কিরণ এবং ওর মা-বাবা, রিনা এবং ওর মা-বাবা, আমার সন্তানেরা এবং আমার পরিবার ওখানে ছিল। আমি বুঝতে পেরেছিলাম আমার বলাটা একটু রাগের বহিপ্রকাশ হয়ে গিয়েছিল। আমার গোটা পরিবার অবাক হয়ে গিয়েছিল যে এমন একটা কথা আমি ওদের বলছি। ‘লাল সিং চাড্ডা’ চলচ্চিত্রে দেখা যাবে আমির খান ও কারিনা কাপুর খানকে। ছবিটি হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’ এর হিন্দি রিমেক। তখন আমার সাথে কেউ এটা নিয়ে তর্ক করেনি। তারপর আমি ভাবলাম আমার এখন উচিত সবাইকে ব্যাপারটা জানিয়ে দেওয়া। তারপর ভাবলাম এখন বললে সবাই ভাববে আমি লাল সিং চাড্ডার প্রোমোশনের জন্য এমন নাটক করছি।”
আমির বলেন, “সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম এমনিতেই তো আমি ৩-৪ বছর পরপর ছবি করি। লাল সিং চাড্ডা বানানোর পর ৩-৪ বছর চুপ থাকব। তারপর আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব, কেউ জানতেও পারবে না। এভাবেই মাস তিনেক কেটে যায়। তারপর একদিন আমার সন্তানেরা আমায় বলে, তুমি একজন দারুণ মানুষ। তুমি এটা ঠিক করছ না। তোমাকে দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। আমি মনে মনে সিনেমা ছেড়েই দিয়েছিলাম। কিরণ তো কেঁদেই ফেলেছিল। বলেছিল, ‘আমি যখন তোমাকে দেখি, আমি দেখি ছবিরা তোমার মধ্যে ঘর করেছে। তুমি কী বলছো আমি সত্যি বুঝতে পারছি না।” গত দু’ বছরে সত্যি অনেক কিছু ঘটে গিয়েছে। আমি সিনেমায় কাজ করা ছেড়ে দিয়েছি, আবার ফিরেও এসেছি” বলে নিজের কথা শেষ করেন আমির খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।