অভিনয় ও প্রযোজনায় ‘চিফ হিট অফিসার’

বুশরা আফরিন

বিনোদন ডেস্ক : ঢাকার প্রথম ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন। তাকে এই পদে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার।

বুশরা আফরিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা। বাংলাদেশে অপরিচিত এই পদ ও বুশরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা।

এবার জানা গেল, শোবিজের সঙ্গেও যোগ আছে বুশরার। অভিনয় করেছেন তিনি, একইসঙ্গে একজন চলচ্চিত্র প্রযোজকও।

আন্তর্জাতিকভাবে সমাদৃত নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র অন্যতম প্রযোজক তিনি। চলচ্চিত্রটির ট্রেলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে তার নাম।

700 Taka ||  Nuhash Humayun Short Film  || Pritom Hasan   Sabila Nur || new natok 2022

এছাড়াও পাঁচ বছর আগে এই পরিচালকের আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’ মুক্তি পায়। যেখানে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছিলেন বুশরা আফরিন।

সবচেয়ে বেশি সাহসী দৃশ্যের ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না

এতে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে। ইউটিউবে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে দেখা যায় বুশরা আফরিনকে।