বিনোদন ডেস্ক : ‘স্টারডম’ সিরিজের মাধ্যমে পরিচালক আরিয়ান খানের আত্মপ্রকাশ ঘটবে। শুটিং শেষ হয়নি। তার আগেই শাহরুখ-পুত্রের সিরিজ কিনতে কত কোটি দিতে আগ্রহী ওটিটি সংস্থাগুলি?
বাবা শাহরুখ খান। সকলেই ভেবেছিলেন বড় হয়ে বাবার দেখানো পথেই হাঁটবেন আরিয়ান খান। ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে বড় হয়ে ওঠা। স্বাভাবিক ভাবে, অভিনেতার পুত্র অভিনেতাই হবে বলে ধরে নেওয়া হয় বলিউডে। তবে আরিয়ান খানিকটা ব্যতিক্রমী। বাবার পথে হাঁটতে চাননি তিনি। বিনোদনের জগতে ইতিমধ্যেই পা রাখলেও নিজেকে ক্যামেরার নেপথ্যেই রেখেছেন শাহরুখ-পুত্র। অভিনেতা নয়, পরিচালক হিসাবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে চান আরিয়ান। সম্প্রতি পরিচালক হিসাবে আরিয়ানের হাতেখড়ি হয়েছে তাঁর নিজের পোশাক ব্র্যান্ডের জন্যে একটি বিজ্ঞাপনের পরিচালনার মাধ্যমে।
যদিও এর আগেই থেকেই নিজের ওয়েব সিরিজ়ের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। ‘স্টারডম’ সিরিজের মাধ্যমে পরিচালক আরিয়ানের আত্মপ্রকাশ ঘটবে। ছটি পর্বের এই সিরিজের শুটিং শেষের দিকে। এই সিরিজেই ক্যামিও করছেন রণবীর সিংহ ও শাহরুখ খান। যদিও এই নিয়ে একটা বাক্য ব্যায় করেননি আরিয়ান। যেখানে নবাগত পরিচালকদের কাজ বিক্রি করতে প্রযোজকদের দোড়গোড়ায় ঘুরতে হয়, সেখানে আরিয়ানের কাজ কেনার জন্য ১২০ কোটি টাকার প্রস্তাব দিয়ে বসে আছে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলি।
ছেলের প্রথম সিরিজের প্রযোজনার ভার নিয়েছে বাবাই। শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর তরফ থেকেই তৈরি হচ্ছে এই সিরিজ। গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনির আধারেই লেখা সিরিজের চিত্রনাট্যে। শুটিং শেষ হয়নি এখনও। তাঁর আগেই জ্যাকপট পেলেন আরিয়ান! যদিও সূত্রের খবর, এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ শাহরুখ-পুত্র। যত ক্ষণ না তাঁর সিরিজ়ের কাজ শেষ হচ্ছে,তত ক্ষণ কোনও ওটিটির প্রস্তাব গ্রহণ করতে রাজি নন আরিয়ান। এই প্রথম পরিচালনা করলে কী হবে। এরই মধ্যে এই সিরিজের দ্বিতীয় সিজন নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে।
বিজ্ঞপনের পর এ বার পুরোদস্তুর সিরিজ বানাচ্ছেন আরিয়ান। বাণিজ্যিক সাফল্যের কথা যে তাঁকে চিন্তা করতে হবে না, তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু গল্পবলার শৈলী তিনি কতটা রপ্ত করতে পারলেন তা বোঝার জন্য অপেক্ষা সিরিজ-মুক্তির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।