গোল গোল চোখ, লম্বা কান আর বড় বড় দাঁত—ট্রেন্ডে গা ভাসিয়ে অনেকেই কিনেছেন ‘লাবুবু’ নামের অদ্ভুত দর্শন পুতুল। কেউ তা ঘরের শোভা বাড়াতে ব্যবহার করছেন, কেউ বা চাবির রিংয়ে ঝুলিয়ে ঘুরছেন। টলিউড থেকে বলিউড, হলিউড—সবখানেই এই পুতুল নিয়ে চলছে চর্চা। কিন্তু প্রশ্ন উঠছে—এই পুতুল কি আদৌ অশুভ?
এই প্রশ্নের উত্তর যেন খুঁজে পেলেন কৌতুকশিল্পী ভারতী সিং। সম্প্রতি নিজের একটি ব্লগে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, এই ‘লাবুবু’ পুতুল কিনে মহা বিপাকে পড়েছেন তিনি।
তার দাবি, পুতুলটি ঘরে আনার পর থেকেই সাড়ে তিন বছরের ছেলে গোল্লার আচরণে এসেছে অস্বাভাবিক পরিবর্তন।
ভিডিওতে ভারতী বলেন, লাবুবু পুতুল ঘরে আনার পর থেকেই গোল্লার মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। আচমকা ওর দুষ্টুমি বেড়ে গেছে। কথা শোনে না, জিনিসপত্র ছুড়ে ফেলছে, চিৎকার করছে। এমনটা ও আগে কখনও করত না।
শুধু তাই নয়, কৌতুকশিল্পীর দাবি, তার বাড়িতে যেন কোনো নেতিবাচক শক্তি ভর করেছে। এতটাই আতঙ্কিত হয়ে পড়েন তিনি যে, শেষমেশ ওই পুতুলটি বারান্দায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেন।
পুতুল পোড়ানোর সময়ও অদ্ভুত ঘটনা ঘটে। বারবার চেষ্টা করেও আগুন ধরানো যাচ্ছিল না পুতুলটিতে। পাশে দাঁড়িয়ে থাকা স্বামী হর্ষ লিম্বাচিয়া রসিকতা করে বলেন, দেখো, পুতুলটা কিছুতেই পুড়ছে না। মনে হচ্ছে এর ভেতরে আত্মা রয়েছে!
শেষ পর্যন্ত অনেক চেষ্টার পর পুতুলটিকে পুড়িয়ে ফেলতে সক্ষম হন ভারতী। এরপরই বলেন, সবাই বলছিল এটা শয়তান। কেউ বলেছিল ভেঙে ফেলো, কেউ বলেছিল পুড়িয়ে ফেলো। কিন্তু আমি ব্যাগে করে ঘুরতাম। আজ ওকে পুড়িয়ে ফেললাম।
ভারতীর এই ভ্লগ দেখার পর নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটাকে অন্ধবিশ্বাস বলে কটাক্ষ করছেন, কেউ আবার তার উদ্বেগে সহমর্মিতা প্রকাশ করেছেন। তবে ভারতী নিজেই স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ, আমি অন্ধবিশ্বাসী।
উল্লেখ্য, লাবুবু ডল মূলত একটি বিদেশি কার্টুন চরিত্র থেকে অনুপ্রাণিত পুতুল, যার চেহারায় রয়েছে বিভীষিকাময় চিহ্ন। তবে ভারতে এই পুতুল নিয়ে সম্প্রতি ভয় ও রহস্যের এক আবহ তৈরি হয়েছে। ভারতী সিংয়ের অভিজ্ঞতা সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।