অভ্যন্তরীণ সকল সংলাপে ছাত্রদের রাখা জরুরি : শিবির সভাপতি

জুমবাংলা ডেস্ক : ছাত্রদের বাদ দিয়ে সংলাপ করলে ছাত্রদের মাঝে হতাশা আসতে পারে, তাই সকল সংলাপে ছাত্রদের রাখা জরুরি। ছাত্রদের সাথে সংলাপের মাধ্যমে ২৪’র সেই গতি নিয়ে কাজ করতে হবে। তাই রাজনৈতিক দলের সাথে যেভাবে সংলাপ করছে অন্তবর্তী কালীন সরকার, তাদের উচিত ছাত্রদের সাথেও সংলাপে বসা। সেই সাথে নিষিদ্ধ ছাত্রলীগের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

shibir sovapoti

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে মাসব্যাপী শীতবস্ত্র উপহার প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বিগত দিনে ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ছিলো না। ২৪’র বৈষম্য বিরোধী আন্দোলনকালে যারা আন্দোলনকারী ছাত্রদের বিপক্ষে থেকে গণহত্যা করেছে, এই মূহুর্তে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত।

পুষ্পা টু’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে হুড়োহুড়ি, একজন নিহত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আবু হানিফ, সেক্রেটারি রেজাউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাঃ সাদেক আব্দুল্লাহ।