বিনোদন ডেস্ক : অভিনয় শুরুর মাত্র পাঁচ বছরেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন অভিনেত্রী আশনুর কৌর। শিশু অভিনেত্রী আশনুর কৌর টিভি শোতে অভিনয় করার মধ্য দিয়ে ছোটপর্দায় নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন।
হিট সিরিয়ালে অভিনয় করা বিখ্যাত টিভি অভিনেত্রীদের তালিকায় আশনুর অন্যতম। আশনুর কৌর ‘ঝাঁসি কি রানি’ দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তাকে দেখা গেছে ‘সাথ নিভানা সাথিয়া’ ছবিতে।
তিনি ‘না বোলে তুম না ম্যায়নে কুছ কাহা’, ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘দেবো কে দেব… মহাদেব’, ‘মহাভারত’, ‘পৃথ্বী বল্লভ’-এর মতো শোতে অভিনয় করেছেন।
আশনুর কৌর তাপসী পান্নুর ছবি ‘মনমারজিয়া’তেও অভিনয় করেছেন। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘পাতিয়ালা বেবস’-এ।
১৯ বছর বয়সি আশনুর কৌর বিলাসবহুল জীবনযাপন করেন। অল্প বয়সেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আশনুর কৌরের মোট সম্পদের পরিমাণ ৭ কোটি টাকা। একটি পর্বের জন্য তিনি প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা নেন।
রোমান্সে ভরপুর উল্লুর নতুন এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।