বিনোদন ডেস্ক : “দেশের সব সিনেমা মালিক ও বুকিং এজেন্টদের মুখে একটাই কথা, শাকিব খানের ‘তুফান’ ছবিটা আমাদের দেন। আমরা সারা বছর হিরোর ছবির অপেক্ষায় থাকি। তার ছবি দিয়ে অতীতের লোকসান ওঠে। অন্যদের ছবিতে তো ভরসাই পাই না। তাই স্লিপ কাটতে (বুকিং) টাকা যত লাগে নেন, কিন্তু আমাদের খান সাহেবের ছবি দেন।“
ঈদে দেশের সিঙ্গেল স্ক্রিন সংশ্লিষ্টদের আবদার এটাই, তারা শাকিব খানের ‘তুফান’ নিতে চান। চাহিদার শীর্ষে থাকা এ ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বনানীর অফিসে বুকিং এজেন্ট ও হল মালিকরা ভিড় করছেন। এমনকি সকাল থেকে মধ্যরাত অবধি বসে দেন দরবার করছেন!
তারা বলছেন, ‘তুফান’ লাগবেই লাগবে! এতো চাহিদার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই থেকেও হাই রেন্টালে ‘তুফান’ দিচ্ছে। ছবির এক্সিকিউটিব প্রডিউসার সাকিব সৌখিন জানান, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স বাদে ১০০-এর বেশি হল এভাবে বুকিং দেয়া হয়েছে। শুধু ঈদে খোলে, পরিবেশ ভালো না এমন হলে ‘তুফান’ চালাতে নানান মাধ্যম থেকে ফোন করা হচ্ছে। রিকোয়েস্টগুলো পেন্ডিং আছে।
তিনি জানান,“সবার আবদার রাখতে গেলে ঈদে অন্য আরও যে কটা ছবি আছে একটিও হল পাবে না। তাই সবকিছু বিবেচনায় এনে ‘তুফান’ দেয়া হচ্ছে। অনেক হল সিঙ্গেল স্ক্রিন এসি বসাচ্ছে, চেয়ার থেকে হলের মধ্যে পরিবেশ ঠিকঠাক করছে শুধুমাত্র আমাদের কন্ডিশন মেনে ‘তুফান’ নেয়ার জন্য।”
মুক্তির পাঁচদিন আগে দেশের সব বড় বড় সিঙ্গেল স্ক্রিন নিশ্চিত করে ফেলেছে ‘তুফান’। চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের কর্ণধার শাহাদৎ হোসেন বলেন, অনেকদিন ধরে আমাদের ব্যবসা নেই। শাকিব খানের এই ছবি নিয়ে আমরা অনেক আশাবাদী, ব্যবসা হবে। প্রডাকশন হাউজ পেশাদার আচরণ করেছে। এ কারণে বেশি টাকা দিয়ে নিতে কোনো সমস্যা অনুভব করিনি। কারণ, আমি টাকা কামালে তাদের লাভ দিতে তো সমস্যা নেই। তাছাড়া আমার এই হল মাল্টিপ্লেক্সের থেকে কোনো অংশে কম নয়। সিঙ্গেল স্ক্রিন হিসেবে আমি মনে করি সুগন্ধা বেস্ট। আর ঈদে বা সারাবছর এখানে বেস্ট মুভিই আমরা চালাই। আমাদের এখানে ফ্যামিলি অডিয়ান্স থেকে সব শ্রেণীর দর্শকরা ছবি দেখেন।
বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান ইউনূস বলেন, অবশ্যই আমরা ‘তুফান’ চালাবো। এই ছবি নিয়ে আমাদের বেস্ট এক্সপেকটেশন। রেন্টাল এবার অনেক বেশি। দর্শকদের আগ্রহ বেশি থাকায় এই ছবি নিয়ে প্রত্যাশাও তুলনামূলক অনেক বেশি রয়েছে।
পান্না, সবুজ, চলন্তিকা, সাথী, মনিকা, ঝঙ্কার, রাজমহলের মতো বড় বড় হলগুলোর বুকিং এজেন্ট অজিত নন্দি। তিনি বলেন, ‘নবাব’ ও ‘শিকারী’ রিলিজের সময় যেমন হাইপ ছিল এবার হল ব্যবসায়ীদের মাঝেও সেই আমেজ। আমার আটটি হলে সবগুলোতেই ‘তুফান’। রিলিজের আগেই গান টিজার সব হিট হয়ে গেছে। সিনেমা যে সুপারহিট হবে সেটা আমরা আগেই বুঝেছি। এখন লং টাইম রান করবে যদি মহিলা দর্শক আসা শুরু করে।
সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবে গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে ‘তুফান’ এর অগ্রিম টিকেট বিক্রি। প্রতিদিনই টিকেট নিয়ে ভিড় করছেন দর্শক। রুটস সিনেক্লাবের চেয়ারম্যান সামিনা ইসলাম নি। এ বিষয়ে তিনি সম্প্রতি বলেন, সিনেমা মুক্তি পাবে নিশ্চিত হয়ে রুটস সিনেক্লাব থেকে প্রথম অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। এই উদ্যোগ বাংলাদেশে আমরাই প্রথম নিয়েছি। এতে করে দেখলাম সিনেমার প্রমোশন ভালো হয়। এবার ‘কালেকটেবল ক্লথ টিকেট’ নামে ঈদের দিনের টিকেটও রেখেছি। যেখানে পরিচালক রাফীর স্বাক্ষর থাকছে। ঈদের দিনে যারা এই টিকেট সংগ্রহ করছেন, তারা পরবর্তীতে রাফী এই সিনেমা হল ভিজিটে এলে তার সঙ্গে দেখা করে আড্ডা দেয়ার সুযোগ পাবেন।
নারায়ণগঞ্জের মিনি সিনেপ্লেক্স হিসেবে খ্যাতি আছে ‘সিনেস্কোপ নারায়ণগঞ্জ’ এর। স্বল্প আসনের হলেও ঢাকার অদূরে হওয়ায় এই সিনে থিয়েটারটির জনপ্রিয়তাও কম নয়। এবার এখানে ঈদের দিন থেকে চলবে ‘তুফান’। সিনেস্কোপ এর কর্ণধার মোহাম্মদ নুরুজ্জামান জানালেন, হাই রেন্টাল দিয়েই এবার ‘তুফান’ নিয়েছে সিনেস্কোপ।
অগ্রিম টিকেট বিক্রিতে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানালেন তিনি। সিনেস্কোপ নারায়ণগঞ্জের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়েছে, শুধু নারায়ণগঞ্জ নয়, মুন্সিগঞ্জ থেকেও অনেকে এসে ‘তুফান’ এর অগ্রিম টিকেট সংগ্রহ করছেন। ইতোমধ্যে ১৭, ১৮ ও ১৯ জুনের বিকেল ৫টা এবং রাত ৮টার সব টিকেট বিক্রি হয়ে গেছে।
রায়হান রাফী পরিচালিত সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ টিজার ও দুটি গান প্রকাশের পর দুই বাংলা জুড়ে শোরগোল। যেখানে নতুন শাকিবকে আবিষ্কার করেন দর্শকরা। এর পর থেকে সোশ্যাল মিডিয়া তুফানময়। দর্শকরা বলছেন, ‘তুফান’ দিয়ে শাকিব খানের অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া মাত্র সময়ের অপেক্ষা!
আনকাট সেন্সর পাওয়া তুফানে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত। ক্যামিও দিয়েছেন চঞ্চল চৌধুরী। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। সূত্র : চ্যানেল আই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।