ওয়ো হোটেল রুমে আবারও পাওয়া গেল গোপন ক্যামেরা

Oyo Rooms

আন্তর্জাতিক ডেস্ক : ওয়োর হোটেল নিয়ে ফের একবার বিস্ফোরক অভিযোগ। এবার ওয়োর ব্যবসায়িক মডেল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার নেপথ্যে গোপন ক্যামেরায় ভিডিয়ো রেকর্ডিং। যদি কোনও দরকারে অন্য শহরে থাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে যে কোনও মানুষ সর্বাগ্রে খোঁজ নেন হোটলের।

Oyo Rooms

একটা সময় ছিল সেই শহরে গিয়ে বা নির্দিষ্ট জায়গায় গিয়ে হোটেল বুকিং-এর চল ছিল। কিন্তু অনলাইনে হোটেল বুকিং অপশন বর্তমানে মাথাব্যথা অনেকটাই কমিয়েছে। অনলাইন হোটেল বুকিংকে যুগান্তকারী ভাবে সহজ করে তুলেছে ওয়ো। এর মাধ্যমে যে কোনও ব্যক্তি অনলাইনে যে কোনও শহরের হোটেল বুকিং করতে পারেন। এক্ষেত্রে নিজের পছন্দ মতো বাজেট বেছে নিতে পারেন তাঁরা। তবে সম্প্রতি আলোচনার শীর্ষে উঠে এসেছে ওয়ো। ওয়োর বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। এরপর থেকে সংস্থার ব্যবসায়িক মডেল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

ওয়োর নাম সবচেয়ে খারাপ করেছে যে কর্মকান্ড, তার তালিকায় সর্বাগ্রে নাম রয়েছে গোপন ক্যামেরার ভিডিয়ো রেকর্ডিং কাণ্ড। গোপন ক্যামেরা ব্যবহার করে গেস্টদের প্রাইভেট মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ ওয়োতে বুকিং করা হোটেলের বিরুদ্ধে নতুন না। সম্প্রতি সেই একই ঘটনা প্রকাশ্যে এসেছে। এবারের ঘটনা সামনে এসেছে নয়ডা থেকে। ফলে অভিযোগ ঘিরে ফের একবার সরগরম সারা দেশ। নয়ডাতে গোপন ক্যামেরা ব্যবহার করে এক দম্পতির প্রাইভেট ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ সামনে এসেছে। দাবি করা হচ্ছে, এরপর ওই দম্পতিকে ব্ল্যাকমেইলিং করার চেষ্টাও করা হয়। তাঁদের কাছ থেকে মোটা টাকা চাওয়ার অভিযোগও ওঠে।

ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতারও করেছে পুলিশ। যে হোটেলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, দম্পতির দাবি তাঁরা ওয়োর মাধ্যমেই এই হোটেল বুক করছিলেন। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত ওয়োর তরফে কোনও মন্তব্য করা হয়নি। যদিও হোটেলটি ওয়োতে লিস্টেড।

অপু ও বুবলী কেউই সেই সুযোগ দেয়নি : শাকিব খান

বারেবারে এই ধরনের গুচ্ছের অভিযোগ উঠলেও ওয়ো তাদের বিরুদ্ধে এই হোটেলগুলি নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি করা হয়েছে। ফলে অনেকেই OYO-র ব্যবসায়িক মডেল নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। প্রশ্ন উঠছে, সিকিউরিটি সম্পর্কে বিন্দুমাত্র খোঁজ না নিয়ে কী ভাবে Oyo এই হোটেলগুলিকে নিজেদের তালিকায় আনছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।