জুমবাংলা ডেস্ক: সম্প্রতি ভারতে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদারকে) ফেরত আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন বাংলাদেশে দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইশ্বামী।
মঙ্গলবার তিনি বলেছেন, পিকে হালদার মাত্রই ধরা পড়েছেন, বাকিটা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। সেক্ষেত্রে দু’দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত আনার সুযোগ আছে।’
দোরাইশ্বামী জানান, বাংলাদেশের তথ্যের ওপর ভিত্তিতে পি কে হালদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফেরত পাঠানোর জন্য সব ধরনের আইনি অবকাঠামো দু’দেশের মধ্যে আছে।
তিনি আরও জানান, আগামী ৩০মে ভারতের রাজধানী দিল্লিতে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক সম্মেলনে (জেসিসি) এবং ২৮ মে গৌহাটিতে নদী সম্মেলনে তিস্তা ইস্যু আলোচনা হতে পারে।
উল্লেখ্য, শনিবার সকালের দিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অভিযান চালিয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের চাঞ্চল্যকর হাজার কোটি টাকা লোপাট মামলার মূল অভিযুক্ত ও পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেফতার করে দেশটির গোয়েন্দ সংস্থা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে বসবাস করতেন। প্রদেশের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। শনিবার সেখান থেকে পি কে হালদারসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে ভারতীয় আইনশৃঙ্খলাবাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।