আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তিন দিনের মার্কিন রাষ্ট্রীয় সফরের শেষ অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত গেয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়িকা মেরি মিলবেন। এরপর তিনি মোদির পা ছুঁয়ে শ্রদ্ধা জানান, চেয়েছেন দোয়া। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ান কমিউনিটি ফাউন্ডেশনের (ইউএসআইসিএফ) এর আয়োজিত অনুষ্ঠানে রোনাল্ড রেগান বিল্ডিংয়ে ৩৪ বছর বয়সী মিলবেন ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
ভিডিওতে দেখা যায়, জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে মিলবেন মোদির দিকে এগিয়ে আসেন। এসময় মোদিকেও মিলবেনের দিকে যেতে দেখা যায়। এরপর মোদির পা ছুঁয়ে শ্রদ্ধা জানান মার্কিন খ্যাতনামা এ শিল্পী।
এ নিয়ে এক বিবৃতিতে মার্কিন এ শিল্পী বলেছেন, টানা চার মার্কিন প্রেসিডেন্টের জন্য আমেরিকার জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন ও প্রধানমন্ত্রী মোদির জন্য ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত।
৩৮ বছর বয়সী মিলবেন আরও বলেন, আমেরিকান এবং ভারতীয় উভয় সঙ্গীতই গণতন্ত্র এবং স্বাধীনতার আদর্শের কথা বলে এবং এটিই মার্কিন-ভারত সম্পর্কের আসল সারমর্ম।
এর আগে নিউ ইয়র্কে আমেরিকার ন্যাশনাল হেডকোয়ার্টারে যোগ দিবসেও মোদির সঙ্গে অংশ নিয়েছিলেন মেরি। মোদির সঙ্গে সাক্ষাতে তিনি আপ্লুত বলেও জানাতে ভোলেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।