বিনোদন ডেস্ক : শর্ট ড্রেস পরাটাই কাল হল! বিরাট সমস্যায় পড়তে হল ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে! প্রাণপণে পা ঢাকার চেষ্টা করেছিলেন। আর সেই চেষ্টায় দেখা গেল বক্ষবিভাজিকা! সম্প্রতি এক বলিউডি অনুষ্ঠানে গিয়ে এই উপস মোমেন্টের শিকার হয়েছেন দক্ষিণের তাবড় অভিনেত্রী। কী ভাবে বেরলেন নায়িকা? দেখে নিন
‘পুষ্পা’ ছবির সাফল্যের পর থেকেই চর্চার কেন্দ্রে রশ্মিকা মন্দনা। ‘অ্যানিম্যাল’ সিনেমার হাত ধরে বলিউডে এন্ট্রি নিতে চলেছেন অভিনেত্রী। প্রথম হিন্দি ছবি মুক্তির আগেই বলিউডের বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে দেখা যাচ্ছে শ্রীভল্লিকে। সম্প্রতি এরকমই একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। তাঁর পরনে ছিল একটি লাল রঙের শার্ট ড্রেস। যার সঙ্গে ডিটাচেবল ট্রেইল ছিল। প্লাঞ্জিং নেকলাইন পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তবে এই দুর্দান্ত পোশাকের কারণেই বিপত্তিতে পড়তে হল অভিনেত্রীকে! ওই অনুষ্ঠানের ফাঁকে অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে রাজি হয়েছিলেন রশ্মিকা মন্দনা। এর জন্য কিছুদূর গিয়ে একটি জায়গায় বসতে হয়েছিল অভিনেত্রীকে। কিন্তু, তাঁর পোশাকটি এতটাই শর্ট ছিল যে বসার ক্ষেত্রে বেশ সমস্যা হয় অভিনেত্রীর। একচুল এদিক থেকে ওদিক হলেই ‘ওয়ার্ড্রব ম্যালফাংশন’ হওয়ার সম্ভাবনা! সেই কারণেই প্রাণপণে হাত দিয়ে টেনে ড্রেসটি নামান নায়িকা। সতর্কতার জন্য ট্রেইল দিয়ে পা ঢাকার চেষ্টাও করেন তিনি। তবে এতে উলটো বিপদ হয়। পোশাকটির নেকলাইন প্লাঞ্জিং হওয়ার কারণে রশ্মিকা পোশাকটি সামান্য নামাতেই তাঁর বক্ষবিভাজিকা দেখা যায়। বিষয়টি বুঝতে পারা মাত্রই হাত দিয়ে ক্লিভেজ ঢাকেন নায়িকা।
এদিন জনসমক্ষে ওই পোশাকটি পরে রশ্মিকা যে খানিকটা অস্বস্তি বোধ করছিলেন, তা তাঁর অভিব্যক্তি এবং আচরণ থেকেই পরিষ্কার। তবে অনভিপ্রেত ঘটনার জেরে ধৈর্য্য হারাননি অভিনেত্রী। বরং পরক্ষণেই নিজেকে সামলে নেন এবং স্মার্ট কেতায় ভক্তদের বিদায় জানান। তবে ওই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসা মাত্রই জল্পনা শুরু হয়। নেটিজেনদের একাংশ প্রশ্ন করে, অস্বস্তি বোধ করা সত্ত্বেও রশ্মিকা ওই পোশাক পরলেন কেন? পোশাক পরার সময় নিজের স্বাচ্ছন্দ্যকেই অগ্রাধিকার দেওয়া উচিত বলে দাবি করেছেন অনেকে। কিছুজন তো অভিনেত্রীকে বেচারি বলেও দাবি করেছেন।
নেটপাড়ার বাসিন্দাদের অপর অংশ অবশ্য রশ্মিকা মন্দনার উপর চটেছেন। তাঁদের দাবি, তেলুগু ছবিতে অভিনয়ের সময় এই ধরনের পোশাক পরেননি অভিনেত্রী। বলিউডি নায়িকাদের টেক্কা দিতে গিয়েই নাকি ওই পোশাক পরার সিদ্ধান্ত নিয়েছেন রশ্মিকা। কিছু নেটিজেনের দাবি, বলিউডে সাফল্য পাওয়ার চাপেই নিজেকে বদলানোর চেষ্টা করছেন তিনি। এক নেটিজেনের কথায়, “বলিউডে এসেই গোল্লায় গিয়েছেন রশ্মিকা। একেবারেই উচ্ছন্নে গিয়েছেন।”
বলি ইন্ডাস্ট্রিতে দক্ষিণী তারকার যোগ দিনে দিনে বেড়েই চলেছে। সামান্থা থেকে নয়নতারা, রাশ্মিকা মন্দানার জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। এখন তো রাশ্মিকা মন্দানা ন্যাশনাল ক্রাশও বটে। সিনেমার পর্দা হোক বা সোশ্যাল মিডিয়া রাশ্মিকা জাদু সর্বত্রই জারি। তাঁর উপস্থিতিতেই যেন মন ভরে যায় দর্শকের। ইনস্টা হ্যান্ডেলে সুন্দ সুন্দর ছবি পোস্ট করে অনুরাগীদের হৃদয় জয় করেন দক্ষিণী লেডি সুপারস্টার রাশ্মিকা মন্দানা।
She can just survive on thigh shows 🤤🤤🤤 pic.twitter.com/7nODhgm9ne
— Actress Glam (@actressglam) July 16, 2022
ইনস্টাগ্রামে লাল ড্রেসে রেড হট রাশ্মিকার থেকে যেন চোখ সরছে না নেটিজেনদের। অভিনেত্রীর হট অ্যান্ড বোল্ড লুকে মন মজেছে ভক্তদের। একদিকে অভিনয়ের জাদু তো অন্যদিকে গ্ল্যামারের ছটায় রাশ্মিকা মন্দানা রুপোলি দুনিয়া থেকে নেটদুনিয়ায় একেবারে সুপারহিট। রাশ্মিকার লেটেস্ট ইনস্টা পোস্ট আগুন ধরাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে দক্ষিণী অভিনেত্রীর ছবি। এক নজরে দেখে নিন রাশ্মিকার লেটেস্ট ফটোশ্যুটের ছবি।
প্রসঙ্গত, এদিন রেড হট ড্রেসটিকে দারুণ কায়দায় ক্যারি করেছেন অভিনেত্রী। ওই পোশাকের সঙ্গে গোল্ডেন রঙের হুপ ইয়ারিং টিম আপ করেছিলেন তিনি। পনিটেল করে চুল বেঁধেছিলেন। সঙ্গে মানানসই নুড মেকআপ করেছিলেন নায়িকা। ফ্যাশনিস্তারা কিন্তু এদিন অভিনেত্রীকে একশোয় দেড়শো নম্বর দিয়েছেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।