শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রেরণা দিতে অতিথি হিসেবে বক্তব্য দেন নিশো। বলেন, ছোটবেলায় অনেক কিছুই বুঝতাম না। বড় হয়ে কী হবো সেটাও জানা ছিল না। না বুঝেই ইচ্ছা ছিল এয়ারফোর্সে (বিমানবাহিনী) যোগ দেয়ার। প্রেমিকা বলে, আকাশে উড়লে তুমি মারা যাবা। তখন আর্মড ফোর্সে যোগ দেয়ার ইচ্ছা ছিল। বড় হয়ে ইচ্ছা ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করার।
নিশো আরও বলেন, কিন্তু মা বলেন ডাক্তার হতে। পাশের বাসার আন্টি বলে ইঞ্জিনিয়ার হলে ভালো। কত মাথার কত বুদ্ধি! শেষমেষ হয়ে গেলাম অভিনেতা। আসলে যে কাজ করতে আপনার আরাম লাগে সেটাকেই গুরুত্ব দেয়া প্রয়োজন।
অনুষ্ঠানে এক শিক্ষার্থী ‘সুড়ঙ্গ ২’ সিনেমা কবে আসবে জানতে চান। এ প্রশ্নের উত্তরে দুঃসংবাদ দেন অভিনেতা। জানান, ভালো নেই তিনি। পা ও মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। অভিনেতা বলেন, ‘সুড়ঙ্গ ২’ কবে আসবে আমরা আসলে কেউ জানি না।
ব্যক্তিগতভাবে আমি রিজিকে বিশ্বাস করি। এটা দুর্ভাগ্য যে, রাফীর সাথে আমার সিনেমাটি নিয়ে পরিকল্পনা চলছিল। কিন্তু হঠাৎই আমি একটু আঘাতপ্রাপ্ত হয়েছি। আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। মেরুদণ্ডে সমস্যা আছে। ফিটনেসের কারণে ওর সাথে আমার প্রজেক্টটা আর করা হয়নি।
নিশো আরও বলেন, তাই আমি কথা বলবো আমার নতুন সিনেমা ‘দম’ নিয়ে। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন আশা করি।
প্রসঙ্গত, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অভিনয়ে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটির চিত্রনাট্য সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। সিনেমার গল্পে উঠে আসবে একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার কাহিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।