সেলিব্রেটি লিগের পর পা করতে হলো প্লাস্টার

সেলিব্রেটি লিগ

বিনোদন ডেস্ক : অপ্রীতিকর ঘটনায় বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছিল সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। যেখানে সেমিফাইনালে অংশ নেয় এসজিএল ক্রেজি ও স্পাহানি ব্লাস্টার্স। এই ম্যাচ খেলতে গিয়েই বাজেভাবে ইনজুরি হয়েছেন অভিনেত্রী-নির্মাতা আয়েশা মনিকা।

সেলিব্রেটি লিগ

সেলিব্রেটি ক্রিকেট লিগের ম্যাচ খেলতে গিয়ে একেবারে বিছানায় পড়ে গেছেন তিনি। পায়ে দিতে হয়েছে প্লাস্টার।

এই অভিনেত্রী জানান, ‘আপাতত কয়েক সপ্তাহ বিছানাতেই কাটাতে হবে। রান নিতে গিয়ে পড়ে গিয়েছিলেন। তখনই পা বাজেভাবে মচকে যায় তার। সেলিম ভাই (গিয়াস উদ্দিন সেলিম) দ্রুত হাসপাতলে নেওয়াতে খুবই ভালো হয়েছে। নইলে পা আরও ক্ষতিগ্রস্ত হতে পারত।’

এসজিএল ক্রেজি’র অধিনায়ক গিয়াস উদ্দিন সেলিম। এ দলেই অলরাউন্ডার হিসেবে খেলেছেন মনিকা। পুরো লিগে ব্যাট-বলে দারুণ খেলেছেন তিনি। মেয়েদের মধ্যে একমাত্র তাকেই হাত ঘরিয়ে দুর্দান্ত বল করতে দেখা গেছে। ওই ম্যাচেও এক ওভারে নিয়েছেন দুটি উইকেট। ব্যাট হাতে আউট হওয়ার আগে দুটি বাউন্ডারি মেরেছেন এই শিল্পী।

এই গ্রামটিতে কখনও সন্ধ্যা নামে না, কারণ জানলে অবাক হবেন

অন্যদিকে, নানা নাটকীয়তার পর সেমিফাইনালের দুই ম্যাচ অনুষ্ঠিত হলেও আবারও স্থগিত হয়েছে লিগটি। দীপংকর দীপন ও সালাউদ্দিন লাভলুর দলের দুই খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগের কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়।