বিনোদন ডেস্ক : জোর গতিতেই এগিয়ে চলছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। আজ সোমবার পাবনায় শুরু হয়েছে এর দ্বিতীয় লটের কাজ। শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। কাজ চলবে টানা ৯ দিন। আর সিনেমার নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি এখন আছেন যুক্তরাষ্ট্রে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক আরশাদ আদনান।
জানা গেছে, গেল ১২ ডিসেম্বর শাকিব খান ও মার্কিন নায়িকা কোর্টনি কফিকে নিয়ে ঢাকায় শুটিং শুরু করেন নির্মাতা হিমেল আশরাফ। শুটিং হয় তিনদিন। এরপর ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নায়িকা কোর্টনি কফি। আর আজ থেকে শুরু হয়েছে পাবনায় শুটিং।
আগামী ২২ বা ২৩ জানুয়ারি ‘রাজকুমার’ টিম যাবে যুক্তরাষ্ট্রে। সেখানে শুটিং শেষ করে নায়িকাসহ ঢাকায় ফিরবেন তারা। এরপর উড়াল দেবেন ভারতে। সেখানে শুটিং হবে ৮ দিন। ‘রাজকুমার’র শেষ অংশের কাজ হবে রামোজি ফিল্ম সিটিতে। সেখানে সিনেমার অ্যাকশনের দৃশ্য ও একটি গানের শুটিং করা হবে বলে জানা গেছে।
‘রাজকুমার’র প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘পরিকল্পনা করে আমরা ছবির কাজটি এগিয়ে নিচ্ছি। কোর্টনি কফির বাংলাদেশ অংশের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তার অংশের বেশির ভাগ কাজ হবে যুক্তরাষ্ট্রে। এরপর কাজ হবে ভারতে। এই ছবির পুরো ফাইটের শুটিং হবে রামোজি ফিল্ম সিটিতে। সেখানে একটি গানের কাজও হবে। আর তিনটি গানের শুটিং হবে আমেরিকায়।’
বিয়ের জন্য হেলিকপ্টার নিতে চান? জেনে নিন প্রতি ঘণ্টায় কত টাকা লাগবে
পারিবারিক সম্পর্ক ও একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।