জুমবাংলা ডেস্ক : পাবনায় মাসিক চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার অভিযোগ ওঠে সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় তার দলীয় পদ নেই উল্লেখ করে তাকে সংগঠনের যেকোনো কর্মসূচিতে অংশ নেওয়ায় বিধিনিষেধ আরোপ করেছে জেলা যুবদল।
রোববার (২ ফেব্রুয়ারি) রাতে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহম্মেদ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধ দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা সদর উপজেলা যুবদলের অধীনস্থ মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে যুবদলের কোনো পদে নাই) রানু বিশ্বাস সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের সকল পর্যায়ের কর্মসূচিতে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো। সাবেক নেতার এমন কর্মকাণ্ডের দায় দল বহন করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্তের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশও দেওয়া হয় এ বিজ্ঞপ্তিতে।
জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দলের কেউ নন। সাবেক নেতা। সম্প্রতি ওই এলাকায় যুবদলের কমিটি হয়েছে, সেটিতেও তিনি কোনো পদে নেই। এক্ষেত্রে তাকে বহিষ্কার আমরা করতে পারি না। তবে সে যেন দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অপকর্মে না জড়ায় সেজন্য বিষয়টি পরিষ্কার করতে এ নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় লেবাসে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই। এটি সবার জন্য ম্যাসেজ হিসেবে দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলের দিকে তামিম ট্রাভেলসের মালিক এনামুল হকের কাছে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে শুক্রবার রাতে তিনটি মোটরসাইকেলে কয়েকজন এসে শংকরপুর গ্রামে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান।
এসময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে ডাকাডাকি করলে এলাকাবাসী আগুন নেভান। এতে ৬ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি বাস মালিকের। এ ঘটনায় শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী বাস মালিক এনামুল হক পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।