আন্তর্জাতিক ডেস্ক : মাথায় আঘাত নিয়ে স্বাস্থ্যকেন্দ্র গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হল মধ্যপ্রদেশেরএক মহিলার। মাথায় আঘাত পাওয়া এক মহিলার ক্ষতে তুলোর সঙ্গে ক.ন.ড.ম প্যাকেট দিয়ে অস্থায়ী ব্যান্ডেজ বেঁধে দেওয়ার অভিযোগ উঠল এক সরকারির স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই। তদন্তের আশ্বাস দিয়ে ঘটনায় দায় এড়িয়েছে প্রশাসন।
মধ্যপ্রদেশে বেহাল স্বাস্থ্য পরিষেবা ঘটনা ফের একবার প্রকাশ্যে এলো। মাথায় আঘাত পাওয়া এক মহিলার ক্ষতে তুলোর সঙ্গে ক.ন.ড.ম প্যাকেট দিয়ে অস্থায়ী ব্যান্ডেজ বেঁধে দেওয়ার অভিযোগ উঠল এক সরকারির স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে হইচই। তদন্তের আশ্বাস দিয়ে ঘটনায় দায় এড়িয়েছে প্রশাসন।
মাথায় আঘাত নিয়ে স্বাস্থ্যকেন্দ্র গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হল মধ্যপ্রদেশের এক মহিলার। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা রাকেশ মিশ্র জানিয়েছেন যে রেশমা বাঈ নামে ধর্মগড়ের ওই বাসিন্দা মাথায় আঘাত নিয়ে গিয়েছিলেন স্থানীয় এক সরকারি স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে। সেই সময় জুরুরি বিভাগে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্র রাজপুত নামে এক চিকিৎসক। তিনি ব্যস্ত থাকায় তাঁর সহকারি অনন্তরামকে মহিলার ক্ষতস্থান ভালোভাবে ব্যান্ডেজ করে দেওয়ার নির্দেশ দেন। রক্তক্ষরণ কমাতে তুলোর ওপর কার্ড বোর্ডের মতো কিছু বেঁধে দেওয়ার জন্য সহকারীকে নির্দেশ দেন ওই চিকিৎসক। কিন্তু তুলোর উপর ওই সহকারি যা বেঁধে দেন, তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে বিতর্ক। তুলোর উপর ক.ন.ড.ম একটি প্যাকেট বেঁধে দেওয়ার অভিযোগ উঠছে সহকারী অনন্তরামের বিরুদ্ধে।
মাথার আঘাত গুরুতর হওয়ায়, প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় মোরেনা জেলা হাসপাতালে রেশমা বাঈ-কে রেফার করা হয়। হাসপাতালের চিকিৎসক মহিলার মাথার ব্যান্ডেজ খুলে হতবাক। ব্যান্ডেজ খুলে এমন জিনিষ যে পাওয়া যাবে তা কল্পনাই করেননি জেলা হাসপাতালের চিকিৎসক। ব্যান্ডেজ খুলে মহিলার ক্ষতস্থানের অবস্থা দেখতে গিয়ে দেখেন, সেখানে বাঁধা আছে একটি ক.ন.ড.ম প্যাকেট।
বেহাল স্বাস্থ্য পরিষেবার এই চিত্র প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ওই সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সহকারী অনন্তরামকে সাসপেন্ড করা হয়েছে বলে দফতের আধিকারিকরা জানিয়েছেন। অতিরিক্ত জেলাশাসক নরোত্তম ভার্গব জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
কয়েকদিন আগে কর্তব্যের গাফিলতির জন্য এক খাদ্য দফতরের আধিকারিককে বরখাস্ত করেছিল মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের সরকার। ওই আধিকারিকে বিরুদ্ধে অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রীকে নিম্নমানে খাবার পরিবেশন করার। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে উঠল কর্তব্যে গাফিলতির অভিযোগ। স্বাস্থ্যের মতো একটি গুরুত্বপূর্ণ পরিষেবায় কী করে এই ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।