চকলেটের প্যাকেট খুলে হতবাক সোহম

Sohom

বিনোদন ডেস্ক : চকলেটের প্যাকেট খুলে হতবাক পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। প্যাকেট খুলেই চকলেটে পোকা দেখতে পান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছেন সোহম।

Sohom

বুধবার (১৩ মার্চ) নিজের এক্সে (টুইটার) চকলেটের একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন সোহম। ক্যাপশনে অভিনেতা লেখেন, ক্যাডবেরি চকলেটে পোকা দেখতে পাব, এমনটা কখনও কল্পনাও করিনি। এ ঘটনায় আমি খুবই হতাশ ও বিরক্ত। আপনি যদি আপনার প্রিয়জন কিংবা বাচ্চাদের ক্যাডবেরি চকলেট উপহার দেওয়ার পরিকল্পনা করেন, সেটা হলে সাবধান হন! আমরা ক্যাডবেরি চকলেটে পোকা পেয়েছি।

সোহমের পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, চকলেটের প্যাকেটটি খোলা। আর চকলেটের ওপরে একটি পোকা। চকলেটে পোকা দেখে রীতিমতো সংস্থার ওপরে ক্ষুব্ধ হন সোহম।

এমভি আব্দুল্লাহর পিছু নিয়েছে ইইউয়ের যু.দ্ধজাহাজ

প্রসঙ্গত, সোহমের পরিবর্তী সিনেমা ‘ফেলু বকশি’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক দেবরাজ সিনহা। আগামী ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।

সূত্র : আনন্দবাজার