জুমবাংলা ডেস্ক : পদ্মা নদী যেন মাছের খনি। জেলেরা সারা বছর পদ্মায় মাছ ধরতে যায়। ভরা মৌসুমে অনেক মাছ ধরা পড়ে। এখন বর্ষাকাল, মাছের মৌসুম। জেলেরা দিন রাত পদ্মায় থাকে আর মাছ ধরে নিয়ে আসে। ভরা মৌসুমে পদ্মার মাছের বেশ চাহিদা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জেলে সোনাই হালদারের জালে ১৫ কেজি ওজনের একটি ব্রিগেড মাছ ধরা পড়ে। সকাল সাড়ে ৯ টার দিকে এই বিশাল আকারের মাছটি ধরা পড়ে।
জেলে সোনাই হালদার বলেন, ভোরে পদ্মায় মাছ ধরতে যাই। অনেক্ষন মাছের কোন দেখা না পেয়ে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের দিকে আসছিলাম। ফেরিঘাটের কাছাকাছি আসতেই জালে ১৫ কেজি ওজনের এই বিশাল ব্রিগেড মাছটি ধরা পড়ে। তারপর ৫ নং ফেরিঘাটের মৎস ব্যবসায়ী সম্রাট মোঃ শাহজাহান শেখের কাছে কেজি ৭ শত টাকা দরে ১৫ কেজি মাছ ১০ হাজার ৫ শত টাকায় বিক্রি করে দেই।
মৎস ব্যবসায়ী সম্রাট মোঃ শাহজাহান শেখ বলেন, ১৫ কেজি ওজনের এই বিশাল মাছটি ১০ হাজার ৫শত টাকা দিয়ে সোনাই হালদার থেকে কিনে নিয়েছি। আশা করছি কেজি প্রতি ৫০ টাকা করে লাভ করতে পারবো।
দৌলতদিয়ার আরেক জেলে আবুল বাসার বলেন, পদ্মায় সচরাচর এমন সাইজের মাছ পাওয়া যায় না। যখনই পাওয়া যায় উৎসুক জনতা মাছ দেখতে ভীড় জমায়। আর এমন বড় সাইজের মাছ বিক্রি করে ভালো দামও পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।