জুমবাংলা ডেস্ক : রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৬ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকায় বিক্রি হয়।
আজ বৃহস্পতিবার সকালে পদ্মা-যমুনার মোহনায় বাহিরচর দৌলতদিয়া এলাকায় জেলে কুবাত হলদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, কুবাত হালদার কাতল মাছটি দৌলতদিয়া ফেরি ঘাট আড়তে আনেন। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ২০০ টাকায় ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাহজাহান মিয়া সম্রাট মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, ‘১৬ কেজি ১০০ গ্রাম ওজনের কাতল মাছটি ১৯ হাজার ২০০ টাকায় আমি কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট সামান্য লাভে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।