জুমবাংলা ডেস্ক : গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের একটি বিরাট বাঘাইর মাছ। মাছটি ৩৫ হাজার ৭০০ টাকায় স্থানীয় এক মাছ ব্যবসায়ী কিনে নিয়েছেন।
শুক্রবার ভোর ৬টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদী থেকে স্থানীয় জেলে ওয়াসেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য সকাল ৯টার দিকে দৌলতদিয়াবাজারে অবস্থিত আনু খাঁর মৎস্য আড়তে আনা হয়। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মুহাম্মদ আলী ১০৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৭০০ টাকা দিয়ে কিনে নেন।
মাছ ব্যবসায়ী মুহাম্মদ আলী বলেন, বাঘাইর মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কিনে পরে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন।
জেলে ওয়াসেল হালদার বলেন, শুক্রবার খুব ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বড় মাছটি পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির দামও ভালো পেয়েছি।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞার দীর্ঘ সময়ে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। এ ছাড়া নদীতে পানি বাড়ার কারণে এখন বড় বড় মাছ বেশি পাওয়া যাচ্ছে।
এ সময় পাঙ্গাশ, রুই, কাতল, বোয়াল, বাঘাইর মাছসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি মনে করেন, আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।