জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ১০ কেজি ওজনের বোয়াল ও ১৩ কেজি ওজনের সিলভার কার্প মাছ ধরা পড়েছে। বোয়াল মাছটি ১৭ হাজার ও কার্প মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২৪ জুন) সকালে উপজেলার দৌলতদিয়া পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে মাছ দুটি ধরা পড়ে।
জানা গেছে, বোয়াল মাছটি সকাল ৯ টার দিকে দৌলতদিয়া ঘাটে দেলোয়ারের আড়তে নিলামে উঠলে মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ২৭৫ টাকায় কিনে নেন।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, সাড়ে ১০ কেজির বোয়াল মাছটি ১৬ হাজার ২৭৫ টাকায় কিনেছি। পরে দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সন্ধ্যায় মাগুরা জেলার এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে মোট ১৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।
অপরদিকে, কার্প মাছটি সকালে দৌলতদিয়ার দুলাল চালাকের আড়তে উঠলে মাছটি উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৬৫০ টাকা দরে মোট ৮ হাজার ৪৫০ টাকায় ৬ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা কিনে নেন। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫০০ টাকা লাভে বিক্রি করে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলেদের জালে মাঝেমধ্যেই ধরা পড়ছে বড় পাঙাশ, বাঘাইড়, রুইসহ সিলভার কার্প জাতীয় মাছ।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো.শাহরিয়ার জামান বলেন, পদ্মা নদীতে এমন বড় সিলভার কার্প মাছের দেখা খুব বেশি পাওয়া যায় না। হঠাৎ ব্রিগেড–জাতীয় মাছের দেখা মিললেও এত বড় সিলভার কার্প মাছ খুব একটা ধরা পড়ে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।