জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ১৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে পাবনার ঢালার চর এলাকার জেলে ময়জাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
ঘাট এলাকার মৎস্যজীবীরা জানান, পাবনার ঢালার চর এলাকার ময়জাল হালদার আজ সকালে নদীতে মাছ শিকারে বের হন। সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জাল ফেলে টেনে তোলার সময় তাঁর জালে বোয়াল মাছটি আটকা পড়ে। অনেক দিন পরে মাছ পেয়ে জেলেরা খুবই খুশি। মাছটি বিক্রির জন্য দুপুর ১২টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকার দেলোয়ার মৎস্য আড়তে নিয়ে আসেন জেলে ময়জাল হালদার। সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার টাকা কেজি দরে ৩৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।
পদ্মায় জেলের জালে ধরা পড়া বোয়াল মাছ। সঙ্গে জেলে বলাই হালদার ও মাছের ক্রেতা চান্দু মিয়া
ময়জাল হালদার বলেন, আজ সকালে তাঁরা কয়েকজন মিলে পদ্মা নদীতে মাছ ধরতে বের হন। সকাল ৯টার দিকে জাল তুলতেই এক ঝাঁকুনিতেই বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে জাল টেনে নৌকায় তুলতেই দেখেন বড় একটি বোয়াল মাছ।
শাহজাহান শেখ বলেন, ‘মাছটি দেলোয়ারের আড়তে নিলামে তোলা হলেও সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনে নিই। মাছটি কেনার পর ৫ নম্বর ফেরিঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখলে উৎসুক অনেক মানুষ এটি দেখতে ভিড় করেন। বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।’
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর বড় মাছ খেতে খুবই সুস্বাদু। এখন বড় মাছ খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছ পাওয়া যায়। সাধারণ মানুষ কিনতে না পারলেও ধনী ব্যক্তিরা খবর পেলেই কিনে নেন। জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।