জুমবাংলা ডেস্ক : এবারের কোরবানির পশুর হাট কাঁপাতে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় আসছে ফরিদপুরের সম্রাট। হাতির মত বিশাল আকৃতির তিন বছর বয়সি ষাড়টি লম্বায় ১১ ফুট ও উচ্চতা প্রায় ৬ ফুট। তবে ৩৮ মণ ওজনের ষাড়টি ক্রেতা না মিলায় পদ্মা সেতু হয়ে ঢাকায় নিয়ে আসার প্রস্তুতি চলছে।
জেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, ৫৩ হাজার আটশত পশু এবারের কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। তারমধ্যে ফরিদপুর শহরের ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর বিলমামুদপুরের মাইশা ডেইরি ফার্মের ৩৮ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি ফরিদপুর জেলার সবচেয়ে গরু। ফরিদপুরে কোরবানির পশুর চাহিদা ৪১ হাজারের কিছু বেশি। সেই হিসাবে ফরিদপুরের প্রায় ১২ হাজারের বেশি গরু উদ্বৃত্ত রয়েছে যেগুলো জেলার বাহিরে বিক্রি করা যাবে। জেলায় ৩৩টি পশুর হাট ছাড়াও অনলাইনে গরুর হাটেও এসব পশু ক্রয়-বিক্রি হবে।
মূলত মাইশা ডেইরি ফার্মে ১০৭টি গরু রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় এই সম্রাট। ফার্মের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম সবুজ জানান, নিজের ফার্মে ৪২ মাস আগে সম্রাটের জন্ম। প্রাকৃতিক ঘাস আর বিশেষ যত্ন নিয়েই বড় করে তোলা হয়েছে সম্রাটকে। সাথে বিশেষ কিছু খাবার হিসেবে তাকে দেয়া হয় আপেল, কমলা ও আঙুর। এছাড়া প্রতিদিনের খাবার হিসেবে তাজা ঘাস, খড়, গম, ভূসি ও খৈল খাওয়ানো হয়।
তিনি আরো বলেন, এখানে বিশাল আকৃতির গরুর কাঙ্ক্ষিত ক্রেতা মিলে না। তবে পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় আমাদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা সম্রাটকে পদ্মা সেতু হয়ে ঢাকায় কোরবানির পশুর হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। অনলাইনেও বিক্রির
জন্য তথ্য দেয়া হয়েছে।
ফরিদপুর জেলা প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তা নুরুল আহসান বলেন, ফরিদপুরে বড় গরুর ক্রেতা নেই তবে পদ্মা সেতু চালু হওয়ায় এসব বড় গরু বিক্রির পথ সুগম হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।