জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে সোমবার ভোর থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়। ফলে অনেকে পিকআপ ভ্যানে মোটরসাইকেল তুলে পদ্মা সেতু পার হয়েছেন। অনেকে আবার ফেরিতে করে পার হয়েছেন পদ্মা। তবে বিকেলের পর সেটিতেও কড়াকড়ি আরোপ করা হয়।
নিষেধাজ্ঞায় কঠোরতার কারণে সেতুর উপর দিয়ে আজও মোটরসাইকেল পারাপার বন্ধ রয়েছে। মোটরসাইকেল চলাচলের জন্য বিকল্প পথ হিসেবে পাটুরিয়া এবং শরিয়তপুর ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। গতকালের মতো আজও সেতুতে পিকআপে করে মোটরসাইকেল পারাপারের চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমতাবস্থায় সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু দিয়ে পণ্য হিসেবে পিকআপ কিংবা ট্রাকে করে মোটরসাইকেল পরিবহন করা যাবে। কিন্তু মোটরসাইকেলের মালিক সাথে যেতে পারবেন না। মঙ্গলবার (২৮ জুন) সকালে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন। তিনি বলেন, পিকআপে পণ্য হিসেবে মোটরসাইকেল বহন করা গেলেও সাথে যাত্রী থাকতে পারবে না। তবে মোটরসাইকেল চালকদের অভিযোগ, পিকআপ ভ্যানে মোটরসাইকেল সংশ্লিষ্ট কাউকে সঙ্গে যেতে না দেওয়ায় চুরির ভয় রয়েছে।
সেতুর দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার সাথে সাথে সেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এছাড়া বিধিনিষেধ মাইকের মাধ্যমে জানিয়ে দেয়া হচ্ছে টোলপ্রান্তে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।