জুমবাংলা ডেস্ক : এবারের ঈদযাত্রায় পদ্মা সেতু দিয়ে গত পাঁচ দিনে ৪৩ হাজার ৫৬৬টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে মোট ৪৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে।
সোমবার ( ২৪ এপ্রিল) বিকেলে পদ্মা সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গত ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে গত ২০ এপ্রিল ৬ হাজার ৭৫৬টি, ২১ এপ্রিল ৭ হাজার ৬৫৯টি, ২২ এপ্রিল ৫ হাজার ৫৭০টি, ২৩ এপ্রিল ৬ হাজার ৮টি এবং ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৪২টিসহ মোট ২৮ হাজার ৩৫টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে।
অপরদিকে জাজিরা টোল প্লাজা হয়ে গত ২০ এপ্রিল ৮৬১টি, ২১ এপ্রিল ৯১৪টি, ২২ এপ্রিল ৪ হাজার ১৫টি ২৩ এপ্রিল ৭ হাজার ৬৬৬টি, ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৭৫টিসহ মোট ১৫ হাজার ৫৩১টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে।
পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমির হায়দার চৌধুরী বলেন, সোমবার দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পদ্মা সেতুর দুটি টোল প্লাজা হয়ে সেতু অতিক্রম করেছে। আমরা সেতুতে নিয়ম মেনে মোটরসাইকেল পারাপারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রেখেছি। বিগত দুই দিনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩২ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে। সেতুতে শৃঙ্খলা বজায় রাখতে আজও আমাদের অভিযান অব্যাহত আছে।
বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়া আজ তীর্থস্থানে পরিণত হয়েছে : রাষ্ট্রপতি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।