Advertisement
ভোররাতের ঘন কুয়াশা তখনও পুরোপুরি কেটে যায়নি। পদ্মার ঢেউয়ে লন্ঠনের আলো টলমল করছে। এমন সময় গোয়ালন্দের জেলে পরান হালদার জাল গুটিয়ে তুলতেই চোখ বড় বড় হয়ে গেল তার। জালের ভেতর ঝিকমিক করছে রূপালি এক মাছ, দেড় কেজি ওজনের ইলিশ!

এদিকে একই রাতে পাবনার কৃষ্ণ হালদারের ভাগ্যেও ধরা পড়ল আরেক বিস্ময়, প্রায় ১৯ কেজির এক বিশাল কাতলা। ভোরের হালকা আলোয় যখন মাছ দুটি দৌলতদিয়া ঘাটে আনা হলো, বাজারজুড়ে হৈচৈ পড়ে গেল।
কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ দাম হাঁকাচ্ছে। শেষ পর্যন্ত দুটি মাছই কিনে নিলেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। ইলিশটি ৬ হাজার ৬০০ টাকায়, আর কাতলাটি ৫৩ হাজার ২০০ টাকায়।
মাছ দুটির খবর ছড়িয়ে পড়তেই দৌলতদিয়া ঘাটে ভিড় জমে যায়। কেউ দেখছে, কেউ দাম আন্দাজ করছে। শাহজাহান শেখ হাসতে হাসতে বললেন, ‘পদ্মা মা এভাবে খুশি না হলে এমন মাছ পাওয়া যায় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



