পদ্মার ২ কেজি ওজনের ইলিশ

ইলিশ

জুমবাংলা ডেস্ক : এক ইলিশের দাম পাঁচ হাজার টাকার বেশি। মঙ্গলবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে মিনাজ বেপারির আড়তে বিক্রির জন্য পদ্মার এই রাজা ইলিশটির এমন দাম হাঁকা হয়। মাছটির ওজন প্রায় দুই কেজি।

ইলিশ

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন (৩৫) জানান, পদ্মা নদীর এই ইলিশটি হযরত আলী চেয়ারম্যানের জেলে নৌকার জেলেরা পেয়েছেন। সকালে ওই আড়ত থেকে এক লাখ পাঁচ হাজার টাকা মণ দরে ২ হাজার ৬২৫ টাকা কেজি দামে বিক্রির জন্য মাছটি ক্রয় করেন নবীর হোসেন। সেটি তিনি ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি করবেন বলে জানান। এই দামে বিক্রি করতে পারলে তার সামান্য কিছু লাভ থাকবে।

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চান ব্যবসায়ীরা

বর্তমানে নদীতে ইলিশ অপর্যাপ্ত হওয়ায় চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে।