জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২৪ কেজি ৩০০ গ্রাম। আজ শুক্রবার সকালে পদ্মার নদীর অন্তার মোড় এলাকায় জেলে সোনাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ঘাটের মহন মণ্ডলের আড়তে নিয়ে এলে উন্মুক্ত নিলামে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া সম্রাট বলেন, ‘শুক্রবার সকালে মাছটি ৩৬ হাজার ৪০০ টাকায় কিনে ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়। সেই সঙ্গে বিক্রির জন্য টেলিফোনে যোগাযোগ করা হচ্ছে।’
মাটি কাটতেই মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, এলাকাজুড়ে চাঞ্চল্য
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, ‘পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে, এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।