Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় ১৩ কেজি পাঁচশ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পরে। শনিবার (১৬ জুলাই) সকালের দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে মানিকগঞ্জের মৎস্যজীবী বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পরে।
পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে বাসুদেব হালদার নিয়ে আসে। সেখান থেকে মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা নিলামের মাধ্যমে ১২০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার দুইশ টাকায় মাছটি কিনে নেয়।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, বাসুদেব হালদার মাছটি আড়তে নিয়ে আসলে সেখান থেকে আমি ১২০০ টাকা কেজি দরে কিনেছি। এখন কিছু লাভ পেলে মাছটি বিক্রি করে দেব। তিনি আরও জানান, মাঝে মধ্যেই পদ্মায় সাইজের মাছ ধরা পরে। এছাড়া প্রতিদিনই ইলিশ, চিংড়িসহ নানা প্রজাতির দেশে মাছ পদ্মায় ধরা পরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।