জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জেলের জালে ধরা পড়লো ১৯ কেজি ওজনের পাঙাশ মাছ। এরশাদ আলীর নামের এক জেলের জালে ধরা পড়ে মাছটি।
1
সোমবার (২০ জুন) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার মোঃ দুলাল মণ্ডলের আড়তে মাছটি নিয়ে আসলে একনজর দেখতে ভিড় করে স্থানীয়রা। পরে নিলামে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৫ হাজার ৬৫০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, বর্তমানে পদ্মা নদীর পানি বাড়ছে। তাই পদ্মা ও যমুনার মোহনায় বড় বড় মাছ ধরা পড়ছে। তিনি আরও জানান, সোমবার সকালে পাঙাশ মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কেনার পর ঢাকার এক শিল্পপতির কাছে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।