আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজার হাজার ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণে লেবাননে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কমপক্ষে ৯ জন নিহত এবং প্রায় তিন হাজার আহত হয়েছেন। লেবাননের নিরাপত্তা সূত্রের দাবি, কয়েক মাস আগে তাইওয়ানের কাছ থেকে ৫ হাজার পেজার বা ‘বীপার’ কিনেছিল হিজবুল্লাহ, যার ভেতর বিস্ফোরক স্থাপন করেছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
পেজার বা ‘বীপার’ হলো একটি ছোট পোর্টেবল যোগাযোগের যন্ত্র, যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে সংক্ষিপ্ত বার্তা (সাধারণত সংখ্যাসূচক বা আলফানিউমেরিক) গ্রহণ করে।
মোবাইল ফোন জনপ্রিয় হওয়ার আগে পেজার ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এটি ছিল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম; বিশেষ করে চিকিৎসক, সাংবাদিক, প্রযুক্তিবিদ এবং ম্যানেজারদের মতো পেশাদারদের জন্য। এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতো, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও।
পেজার কীভাবে কাজ করে?
পেজার ব্যবহার সহজ, কিন্তু এটি বেশ কার্যকরী। রেডিও তরঙ্গের মাধ্যমে বার্তা পাঠানো হলে, ডিভাইসটি একটি স্বতন্ত্র বীপ দিয়ে ব্যবহারকারীকে সতর্ক করে। এই প্রম্পটটির জন্য ব্যবহারকারীকে বার্তার প্রতিক্রিয়া জানাতে কাছাকাছি থাকা কোনো পাবলিক বা ল্যান্ডলাইন ফোন খুঁজে নিতে হয়।
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পেজারেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়। এর নতুন মডেলগুলোতে ছোট স্ক্রীন রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসে সরাসরি ছোট বার্তাগুলো দেখতে পারে।
নব্বইয়ের দশকে, ছোট এই ডিভাইসগুলোর জায়গা দখল করে নেয় মোবাইল ফোন। মোবাইল ফোনের নানা সুবিধা দ্রুত পেজারের চাহিদা কমিয়ে দেয় এবং ১৯৯০-এর দশকের শেষের দিকে পেজার বা বীপার জনসাধারণের হাত থেকে অনেকটাই অদৃশ্য হয়ে যায়।
ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে সাম্প্রতিক সাইবার আক্রমণের পর জানা যায়, গোষ্ঠীটি এখনও পেজার ব্যবহার করছে, যা হারিয়ে গেছে বলে ধরে নিয়েছিলেন অনেকেই।
ইসরাইলি বাহিনী যাতে অবস্থান ট্র্যাক করতে না পারে সেজন্য হিজবুল্লাহ যোদ্ধারা নিম্ন প্রযুক্তির মাধ্যম হিসেবে পেজার ব্যবহার করে আসছিল।
প্রতিবেদন মতে, মঙ্গলবারের বিস্ফোরণের কয়েক মাস আগে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ হিজবুল্লাহর আমদানি করা ৫ হাজার পেজারের মধ্যে বিস্ফোরক স্থাপন করেছিল।
লেবাননের নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিস্ফোরিত পেজারগুলো তাইওয়ান-ভিত্তিক গোল্ড অ্যাপোলোর ছিল। তবে ডিভাইসগুলো তৈরি না করার কথা উল্লেখ করে সংস্থাটি বলছে, এগুলো বিএসসি নামের একটি কোম্পানি তৈরি করেছে, যাদের কাছে এর (গোল্ড অ্যাপোলোর) ব্র্যান্ড ব্যবহার করার লাইসেন্স রয়েছে। তবে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
লেবাননের সিনিয়র বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ গোল্ড অ্যাপোলো থেকে ৫ হাজার বীপার অর্ডার করেছিল, যা এই বছরের শুরুতে দেশে আনা হয়।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।