জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের বিশাল আকারের এক পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকাল ৭টার দিকে দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় স্থানীয় হলদার সালাম প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার স্থানীয় আড়তদার মো. রওশনের আড়তে প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ পাঙাশটি কিনে নেন। এ সময় স্থানীয় অনেকেই মাছটি দেখতে ভিড় জমায়।
দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের পরিচালক মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় ২০ কেজির পাঙাশটি ক্রয় করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৬ হাজার টাকায় ঢাকার একজনের কাছে বিক্রি করেছি। এখন পদ্মা নদীতে পানি বাড়ায় বড় বড় রুই, কাতল, পাঙাশ, ইলিশ, বাগাড়, বোয়ালসহ অনেক মাছ ধরা পড়ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।