পাহাড়ি পরিবেশে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

সুন্দরী যুবতী

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে।

সুন্দরী যুবতী

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই নেজা চৌধুরী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

যে ভিডিওটির কথা বলা হচ্ছে সেটি প্রায় ২ বছর আগে শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যার ভিউজ ৬৬ লাখ। ভিডিওটিতে যে মেয়েটিকে নাচতে দেখা গিয়েছে তিনি সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ, নেজা চৌধুরী।

Daiya Daiya Daiya Re ll Dil Ka Rishta ll Dance Cover ll BongcC

তিনি একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তা তার নাচ দেখেই স্পষ্ট হয়। নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে তার। সেখান থেকেই গত একবছর আগে এই ভিডিওটি শেয়ার করে ছিলেন নিজেই, যা এখনো নেটনাগরিকদের প্রশংসা কোরাচ্ছে।

সন্তানের বাবা সম্পর্কে মুখ খুললেন বুবলি

ভিডিওটিতে নেজাকে লাল রঙের ক্রপ টপ ও কালো স্কার্টে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচে, পাহাড়ি পরিবেশে বলিউডের হিন্দি গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। ‘দাইয়া দাইয়া দাইয়া রে’ গানের সাথে পাহাড়ি পরিবেশে প্রাণখোলা নৃত্য পরিবেশন করেছেন তিনি। বলিউডের জনপ্রিয় ছবি ‘দিল কা রিস্তা’র গান এটি। ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন ও অর্জুন রামপালকে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর এই ‘দাইয়া দাইয়া দাইয়া রে’এর সাথে ঐশ্বর্য রাই বচ্চনের নাচ আজও মানুষের পছন্দের তালিকায়।