জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড (PTL) তার উৎপাদন ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে BMRE (Balancing, Modernization, Rehabilitation, and Expansion) কর্মসূচির অধীনে এর ইউনিট-২ এর আধুনিকায়ন সম্পন্ন করেছে।
নতুন ১৪২,০০০ স্কয়ার ফিটের দ্বিতল ফ্যাক্টরি ভবন নির্মাণ এবং বিশ্বমানের স্পিনিং মেশিনারি স্থাপনের কাজ শেষে ১৪ এপ্রিল ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এর উদ্বোধন করেছেন।
এ সময় ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা শাকির ইস্পাহানি, পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের সিইও মাহবুবুল আলম ও ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাহাড়তলী টেক্সটাইলের এ নতুন ইউনিটটি LEED Platinum সার্টিফিকেশন অর্জনের লক্ষ্যে কাজ করছে, যা পরিবেশবান্ধব নির্মাণ ও টেকসই কার্যক্রমের স্বীকৃতি দেবে।
বিশ্বসেরা প্রযুক্তিসমৃদ্ধ এ ইইউনিটে ফ্যাক্টরির স্পিন্ডেল ক্ষমতা উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পেয়েছে একইসাথে ফ্যাক্টরির অটোমেশন ক্ষমতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেড এখন থেকে উচ্চমানের পণ্য আরও দ্রুত ও দক্ষতার সাথে উৎপাদনে সক্ষম হবে।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বাংলাদেশের টেক্সটাইল শিল্পে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। গুণগতমান, উদ্ভাবনী প্রযুক্তি এবং পরিবেশ সচেতন নীতি অনুসরণ করে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী স্বীকৃত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।