স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ এক সুখবর পেল ভারত। দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড় করোনা থেকে মুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। যার ফলে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে ডাগ আউটে প্রধান কোচ দ্রাবিড়কে পাচ্ছে রোহিত শর্মা-বিরাট কোহলি।
এশিয়া কাপের উদ্দেশে দল ভারত থেকে দুবাইতে রওয়ানা দেওয়ার আগে করোনা পজিটিভ ধরা পড়ে দ্রাবিড়ের। যার ফলে দুবাইতে এসে দ্রাবিড়ের বদলে ভারতীয়দের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন তারই সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মন।
ম্যাচের আগের দিন ধারণা করা হচ্ছিল লক্ষ্মনই হয়ত থাকবেন ইন্ডিয়ান ডাগ আউটে। তবে শেষ মুহূর্তে দ্রাবিড় সুস্থ হয়ে ওঠায় তিনিই ফিরছেন প্রধান কোচ হিসেবে। এদিকে করোনায় আক্রান্ত হলেও দ্রাবিড়ের তেমন কোনো শারীরিক অসুস্থতা ছিল না। এমনকি কোনো উপসর্গও ছিল না।
এদিকে দলের সঙ্গে দ্রাবিড় ফেরায় দুবাই থেকে চলে যেতে পারেন লক্ষ্মন। তিনি যোগ দেবেন ভারত ‘এ’ দলের সঙ্গে। যার ঘরের মাঠ বেঙ্গালুরুতে সামনের মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচ খেলবে। লক্ষ্মন এর আগে জিম্বাবুয়ে সিরিজে ভারত জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।