আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সম্প্রতি দাবি করেছে যে, ভারতের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আফগানিস্তানের ভূখণ্ডে আঘাত হেনেছে। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত ও আফগানিস্তান উভয় দেশই। খামা প্রেস-এর বরাতে জানা গেছে, এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
খবরে বলা হয়েছে, পাকিস্তানের এই অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দিল্লি থেকে ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র আফগান ভূখণ্ডে পড়েছে—পাকিস্তানের এমন বক্তব্যকে উড়িয়ে দিয়েছে দুই পক্ষই।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গতকাল শনিবার এ বিষয়ে স্পষ্টভাবে বলেছেন, পাকিস্তানের এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বিষয়টি সরাসরি নাকচ করে দেন।
একইভাবে, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রও পাকিস্তানের দাবিকে অসত্য বলে প্রত্যাখ্যান করেন। খামা প্রেসকে তিনি বলেন, “আফগানিস্তান নিরাপদ এবং সুরক্ষিত। এমন কোনো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেনি।” তার এই বক্তব্য থেকে পরোক্ষভাবে স্পষ্ট হয় যে, আফগান ভূখণ্ডে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটেনি।
অন্যদিকে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমদ শরিফ চৌধুরী দাবি করেছিলেন যে, ভারতের একটি ক্ষেপণাস্ত্র আফগানিস্তানে পড়েছে এবং তা অত্যন্ত বিপজ্জনক। তার মতে, ভারত এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।
এই ধরনের বক্তব্যের পর, ভারত ও আফগানিস্তান উভয় দেশই দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদনের আহ্বান জানিয়েছে। তারা স্পষ্টভাবে বলেছে, এমন স্পর্শকাতর বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া কোনো ধরনের বিভ্রান্তিকর মন্তব্য অনাকাঙ্ক্ষিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।